অস্কার
জয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর সহপরিচালক হামদান
বাল্লালকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা। গতকাল (২৪ মার্চ) তাকে
আটক করা হয়। এর আগে, তিনি
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হন।
হামদানের
সহকর্মী ইউবাল ইব্রাহীম জানান, হামলার পর থেকে হামদানের
অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য
পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে জানানো
হয়, হামলায় হামদান গুরুতরভাবে আহত হয়েছেন, তার মাথা ও পেটে আঘাত
এসেছে।
আরেক
প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামদান এবং তার সহযোগীরা ওই দিন শান্তিপূর্ণ
প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন। এ সময়, ১০-১২ জন মুখোশধারী
পাথর ও লাঠি নিয়ে
তাদের ওপর হামলা চালায় এবং ফিলিস্তিনিদের গাড়ি ভাঙচুর করে। এরপর, ইসরায়েলি সেনারা হামদানসহ তিনজনকে আটক করে নিয়ে যায়।