টালিউড ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি প্রায়ই খবরের শিরোনামে থাকেন, আর বেশিরভাগই তার ব্যক্তিজীবন সংক্রান্ত। প্রেম এবং সম্পর্ক নিয়ে তার নাম চর্চিত হলেও এবার ভিন্ন কারণে শিরোনামে উঠে এসেছেন এই অভিনেত্রী।
পর্দার বাইরে নানা শো-এ অংশগ্রহণ করতে গিয়ে অনেক সময় অভিনয়শিল্পীদের নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, এবং শ্রাবন্তীও এর ব্যতিক্রম নন। সম্প্রতি একটি শো করতে গিয়ে তিনি এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হন।
ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শ্রাবন্তীকে একাধিক ভক্তের মাঝ দিয়ে মঞ্চে পৌঁছাতে হচ্ছে। তার নিরাপত্তা নিশ্চিত করতে বাঁশ দিয়ে রাস্তা তৈরি করা হয় এবং নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে মঞ্চে নিয়ে যাচ্ছিলেন। এমন পরিস্থিতিতেও কিছু দর্শক শ্রাবন্তীকে একটু ছুঁয়ে দেখার জন্য, কিংবা ছবি তোলার চেষ্টা করেন। এসময় একটি যুবক অশালীনভাবে তাকে স্পর্শ করার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পারার পর শ্রাবন্তী রেগে গিয়ে ওই যুবককে এক থাপ্পড় দেন এবং কিছু কথা বলেন, যদিও ভিডিওতে তা স্পষ্ট শোনা যায়নি।
এই ঘটনার পর নিরাপত্তারক্ষীরা শ্রাবন্তীকে সুরক্ষিতভাবে মঞ্চে পৌঁছে দেন। ভিডিওটি নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ার পর, তারা এই ধরনের অশালীন আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নারীদের প্রতি এমন ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এমনটাই মন্তব্য করেছেন তারা।
এদিকে, শ্রাবন্তীকে শিগগিরই ‘আমার বস’ সিনেমায় দেখা যাবে, এবং ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘হাঙ্গামা ডট কম’।