ঈদ উপলক্ষ্যে আগামী ২৮ মার্চ মুক্তি পাচ্ছে নতুন সিরিজ "আশফাক নিপুণের জিম্মি" হইচই-এ, যা দর্শকদের জন্য একটি নতুন ধরনের থ্রিল ও কমেডি অভিজ্ঞতা নিয়ে আসবে। এই সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আশফাক নিপুণ, যিনি গল্পে একজন ‘জিম্মি’ চরিত্রে অভিনয় করছেন। সিরিজটির মাধ্যমে দর্শকরা এক নতুন ধরনের উত্তেজনা ও থ্রিল উপভোগ করবেন, যা ইতিমধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।
সিরিজটিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জয়া আহসান, যিনি রুনা লায়লার চরিত্রে অভিনয় করছেন। আজ (২৬ মার্চ) এক ফেসবুক পোস্টে জয়া আহসান জানিয়েছেন, "আর মাত্র ২ দিন পর রুনা লায়লা আসছে।"
রুনা লায়লার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে জয়া আহসান বলেন, "আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লার চরিত্রে ঠিক সেই পরিমাণ চ্যালেঞ্জ ছিল। আমি সব সময় ডিরেক্টরস আর্টিস্ট। নিপুণের সঙ্গে এটি আমার প্রথম কাজ, তাও আবার সিরিজ! তিনি যেভাবে যা বলেছেন, আমি তাই করেছি। ট্রেইলারে তার কিছুটা প্রতিফলন নিশ্চয়ই দর্শকরা দেখতে পেয়েছেন। বাকিটা তাদের ওপর, তারা বলবে রুনাকে কেমন লাগল।"
এছাড়া, সিরিজে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। তিনি বলেন, "পরিচালক নিপুণের কাছে আমি কৃতজ্ঞ। তিনি আমাকে এমন চরিত্রে কাস্ট করেছেন, যা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হতে যাচ্ছে। সহশিল্পী জয়া, ইরেশসহ সবাই কাজটাকে সহজ ও স্মরণীয় করে তুলেছেন।"
এখন সবকিছু প্রস্তুত, এখন ২৮ মার্চ হইচই-এ এই সিরিজটি মুক্তি পাওয়ার অপেক্ষায় আছেন দর্শকরা।