ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনয় থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সন্তানদের কথা চিন্তা করে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তিনি মনে করেন যে, সন্তানরা যখন বড় হবে, তখন নায়িকা হিসেবে তাদের মাকে কীভাবে গ্রহণ করবে, তা নিয়ে উদ্বিগ্ন।
বর্ষার এমন মন্তব্যের পর শোবিজ জগতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। বিশেষ করে ঢাকাই সিনেমার অভিনেত্রীরা বর্ষার বক্তব্যে একমত নন। তাদের মধ্যে অন্যতম চিত্রনায়িকা পরীমণি, যিনি বর্ষার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।
আজ (২৬ মার্চ) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে পরীমণি বর্ষার বক্তব্যের প্রতি পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি লিখেছেন, "আপনি ঠিক বলেছেন, কিন্তু আপা, আপনার বাচ্চা বড় হলে পর্দায় হিরোইন হওয়ার কোনো সম্পর্ক নেই। কারণ আপনি যেটা করার চেষ্টা করেছেন, সেটা আজীবনই রয়ে যাবে।"
পরী আরও বলেন, "আপনি তিনটি সিনেমার কাজ শেষ করে ইন্ডাস্ট্রি ছাড়তে চান, তাহলে এখনই ছাড়ুন। নয়তো আজীবন আপনার সিদ্ধান্তের পেছনে চলে যান।" বর্ষাকে তিনি কটাক্ষ করে বলেন, "এটা খুবই খামখেয়ালিপনা যে আপনি বাচ্চাদের দোহাই দিচ্ছেন। আপনি কি একবারও ভেবেছেন, আপনার বয়সে, আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন? কত বছর ধরে ইন্ডাস্ট্রি ডুবিয়েছেন, সেটা একবার ভাবুন।"
এছাড়াও, পরী বর্ষার কথায় আরও প্রশ্ন তুলে বলেন, "আপনার বাচ্চাদের যদি আপনাকে ভালোভাবে দেখতে না পারে, তাহলে অন্তত এটা গ্যারান্টি দিন যে তারা ভুলে যাবে, আপনি কখনও একজন নায়িকা ছিলেন।"
বর্ষা তার সংবাদ সম্মেলনে স্বামী অনন্ত জলিলের প্রশংসা করে বলেছিলেন, যদি তাকে মেয়েদের বাজারে ছেড়ে দেওয়া হয়, তাহলে তিনি ফিরে এসে স্ত্রীর কাছেই ফিরে আসবেন। পরীমণি এই মন্তব্যেও আপত্তি জানান। তিনি বলেন, "মেয়েদের বাজার বলতে আপনি কী বোঝাতে চাইলেন? আপনি কি বুঝতে পারছেন না, মেয়েদেরকে বাজারে কে বানিয়েছে?"
এভাবে পরী বরাবরের মতো তার স্পষ্টভাষী মন্তব্যের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন। তার এই স্ট্যাটাস নিয়ে শোবিজে নানা আলোচনা চলছে; কেউ তার খোলামেলা বক্তব্যের প্রশংসা করছেন, আবার কেউ তার ভাষা ও কটাক্ষের জন্য সমালোচনা করছেন।