× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেগাস্টার শাকিব খানের পরিবারও পাচ্ছেন না বরবাদের টিকিট

বিনোদন ডেস্ক।

১৩ এপ্রিল ২০২৫, ২১:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

গেল ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমাবরবাদ মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই হাউজফুল যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সসবখানেই দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

দর্শকদের এমন ব্যাপক সাড়া মিললেও শুরু থেকেই এক বড় সমস্যা রয়ে গেছেটিকিট সংকট। প্রতিদিন অসংখ্য দর্শক হলমুখো হলেও অনেকেই টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন কিংবা বিকল্প কোনো সিনেমা দেখে বাসায় ফিরছেন।

শুধু সাধারণ দর্শকই নন, এমন টিকিট সংকটে পড়েছেন স্বয়ং নায়ক শাকিব খানের পরিবারের সদস্যরাও। সম্প্রতি এক সংবাদমাধ্যমে শাকিব খান জানান, আমার পরিবারের সদস্যরাওবরবাদ’-এর কোনো টিকিট পাচ্ছে না। তাই তারা ছবিটি এখনও দেখতে পারেনি।

তিনি আরও বলেন, প্রতিদিনই কেউ না কেউ ফোন দিয়ে বলছে—‘কোথাও তো টিকিট পাচ্ছি না।' বিষয়টা সত্যি বিব্রতকর। সবাই মিলে একসঙ্গে দেখতে চাইলে তো অন্তত ২০৩০টি টিকিট প্রয়োজন, যেটা এখন একসঙ্গে পাওয়া বেশ কঠিন। তাই সবাইকে বুঝিয়ে বলছিকয়েকটা দিন অপেক্ষা করো। না হলে একেবারে পুরো একটা শো- হয়তো বুক করতে হবে।

এদিকে দেশে ব্যাপক সাফল্যের পর, আন্তর্জাতিক পর্যায়েও মুক্তি পাচ্ছেবরবাদ আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে এবং ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পাবে ছবিটি। আন্তর্জাতিকভাবে ছবিটি পরিবেশন করছে শাকিব খানের নিজস্ব পরিবেশনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ।

বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের মতো গ্লোবাল মার্কেটেওবরবাদবাণিজ্যিক সাফল্য পাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.