গেল
ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান
হৃদয় পরিচালিত এই সিনেমাটি মুক্তির
প্রথম দিন থেকেই হাউজফুল যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স—সবখানেই দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
দর্শকদের
এমন ব্যাপক সাড়া মিললেও শুরু থেকেই এক বড় সমস্যা
রয়ে গেছে—টিকিট সংকট। প্রতিদিন অসংখ্য দর্শক হলমুখো হলেও অনেকেই টিকিট না পেয়ে হতাশ
হয়ে ফিরে যাচ্ছেন কিংবা বিকল্প কোনো সিনেমা দেখে বাসায় ফিরছেন।
শুধু
সাধারণ দর্শকই নন, এমন টিকিট সংকটে পড়েছেন স্বয়ং নায়ক শাকিব খানের পরিবারের সদস্যরাও। সম্প্রতি এক সংবাদমাধ্যমে শাকিব
খান জানান, আমার পরিবারের সদস্যরাও ‘বরবাদ’-এর কোনো টিকিট
পাচ্ছে না। তাই তারা ছবিটি এখনও দেখতে পারেনি।
তিনি
আরও বলেন, প্রতিদিনই কেউ না কেউ ফোন
দিয়ে বলছে—‘কোথাও তো টিকিট পাচ্ছি
না।' বিষয়টা সত্যি বিব্রতকর। সবাই মিলে একসঙ্গে দেখতে চাইলে তো অন্তত ২০–৩০টি টিকিট প্রয়োজন, যেটা এখন একসঙ্গে পাওয়া বেশ কঠিন। তাই সবাইকে বুঝিয়ে বলছি—কয়েকটা দিন অপেক্ষা করো। না হলে একেবারে
পুরো একটা শো-ই হয়তো
বুক করতে হবে।”
এদিকে
দেশে ব্যাপক সাফল্যের পর, আন্তর্জাতিক পর্যায়েও মুক্তি পাচ্ছে ‘বরবাদ’। আগামী ১৮
এপ্রিল যুক্তরাষ্ট্রে এবং ১৯ এপ্রিল কানাডায়
মুক্তি পাবে ছবিটি। আন্তর্জাতিকভাবে ছবিটি পরিবেশন করছে শাকিব খানের নিজস্ব পরিবেশনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ।
বিশেষজ্ঞরা
মনে করছেন, দেশের মতো গ্লোবাল মার্কেটেও ‘বরবাদ’ বাণিজ্যিক সাফল্য পাবে।