জনপ্রিয়
অভিনেতা জনি ডেপ আবারও ফিরছেন বড় পর্দায়। বহুল
আলোচিত আইনি লড়াইয়ের পর হলিউডে এটি
তার প্রত্যাবর্তনের প্রথম ছবি। 'ডে ড্রিঙ্কার' নামের এই ছবিটির প্রযোজনা
শুরু করেছে লায়নসগেট এবং ইতোমধ্যেই ছবির প্রথম লুক প্রকাশ করা হয়েছে।
তার
অনুরাগীরা এই বড় ঘোষণার অপেক্ষাতেই
ছিলেন —জনি ডেপ কবে ফিরবেন হলিউড সিনেমায়? অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটেছে। হলিউডের ভ্যারাইটি ম্যাগাজিন মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ডে ড্রিঙ্কার’ সিনেমার
মাধ্যমে বড় পর্দায় ফিরছেন
এই কিংবদন্তি অভিনেতা। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান লায়নসগেট থেকে প্রকাশ করা হয়েছে ছবির প্রথম লুক।
প্রকাশিত
লুকে জনি ডেপকে দেখা গেছে ধূসর চুল, নীল চোখ এবং হালকা লম্বা রূপালি দাড়িতে একেবারে নতুন এক রূপে। হাতে
পানীয়, গাঢ় নীল স্যুটে তিনি ধরা দিয়েছেন এক মোহময় ভঙ্গিতে।
এই লুক প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা।
মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্তরা। অনেকেই মন্তব্য করেছেন, তাকে চেনাই যাচ্ছে না—একেবারে ভিন্নভাবে
সামনে এলেন অভিনেতা। তার এই নতুন রূপে
ভক্তরা দারুণ খুশি।
মার্ক
ওয়েব পরিচালিত ছবিটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। ওয়েব এর আগে ‘ফাইভ
হান্ড্রেড ডেজ অব সামার’ এবং
‘স্নো হোয়াইট’ পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন। নতুন এই সিনেমায় চতুর্থবারের
মতো জনি ডেপের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অস্কারজয়ী অভিনেত্রী পেনেলোপে ক্রুজ। এর আগে তারা
একসঙ্গে কাজ করেছেন ‘ব্লো’, ‘পাইরেটস অব দ্যা ক্যারিবিয়ানঃ অন স্ট্রেঞ্জার
টাইডস’ এবং ‘মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’
ছবিগুলোতে।
ছবির
কাহিনি ঘুরপাক খাচ্ছে একটি ব্যক্তিগত ইয়টের ভেতর। সেখানে একজন বারটেন্ডার হিসেবে কাজ করছেন ম্যাডেলিন ক্লাইন। হঠাৎই তিনি পরিচিত হন এক রহস্যময়
যাত্রীর (জনি ডেপ) সঙ্গে। কিছুক্ষণের মধ্যেই তারা জড়িয়ে পড়েন অপরাধজগতের এক শক্তিশালী নারীর
(পেনেলোপে ক্রুজ) সঙ্গে। ধীরে ধীরে উদ্ঘাটিত হতে থাকে এমন কিছু সম্পর্ক, যা কেউই কল্পনা
করেনি।
ছবিতে
আরও অভিনয় করছেন মানু রিওস, অ্যারন পাইপার, জুয়ান দিয়েগো বোট্টো ও আনিকা বয়েল।
'ডে ড্রিঙ্কার’–এর মাধ্যমে জনি
ডেপের নতুন করে আলোচনায় ফিরে আসা অনেকেই দেখছেন তার ক্যারিয়ারে দীর্ঘ বিরতির পর
একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে।
নির্মাতাদের
পক্ষ থেকে জানানো হয়েছে, জনি ডেপ ইতোমধ্যে ‘ডে ড্রিঙ্কার’ সিনেমার
শুটিং শুরু করেছেন। ছবিটি চলতি বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছরের শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।