× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিজেদের গানে ফিলিস্তিনি শিশুদের যন্ত্রণা তুলে ধরল গ্রিন ডে

বিনোদন ডেস্ক।

১৬ এপ্রিল ২০২৫, ১৮:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইসরায়েলের গণহত্যার মুখে ফিলিস্তিনের গাজায় চলছে রক্তাক্ত মানবিক বিপর্যয়। এই ট্র্যাজেডি পৌঁছে গেছে পৃথিবীর একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে। বিশ্বজুড়ে উঠছে নিন্দার ঝড়। ফিলিস্তিনের প্রতি সংহতি জানাচ্ছে বিনোদন জগতও। প্রতিবাদ জানাতে, গাজাবাসীর পক্ষে আওয়াজ তুলতে শিল্পীরা বেছে নিচ্ছেন গানকে।

এবার সেই তালিকায় যোগ দিল জনপ্রিয় মার্কিন ইমো-পাঙ্ক ব্যান্ড গ্রিন ডে। ফিলিস্তিনের শিশুদের প্রতি সহমর্মিতা জানিয়ে পরিবর্তন এনেছে নিজেদের গানে।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, ব্যান্ডটির জনপ্রিয় গানজেসাস অফ সাবার্বিয়া’-এর একটি লাইন বদলে গেছে গাজার বাস্তবতায়। গত শনিবার যুক্তরাষ্ট্রের কোচেল্লা সংগীত উৎসবে গান পরিবেশনের সময় ভোকালিস্ট বিলি জো আর্মস্ট্রং গেয়ে ওঠেন— "রানিং অ্যাওয়ে ফ্রম পেইন লাইক দ্য কিডস ফ্রম প্যালেস্টাইন"

মূল গানের লাইনে ছিল— "রানিং অ্যাওয়ে ফ্রম পেইন হোয়েন ইউ হ্যাভ বিন ভিক্টিমাইজড"

গ্রিন ডে মূলত তাদের যুদ্ধবিরোধী বিদ্রোহের গান দিয়েই পরিচিত। কোচেল্লার মঞ্চেও তারা সেই চিরাচরিত অবস্থান থেকে সরেনি। পরিবেশনার শুরুতেই শোনা যায় ব্যান্ডের বিখ্যাত অ্যালবাম আমেরিকান ইডিয়ট-এর গান। এছাড়া বুলেভার্ড অফ ব্রোকেন ড্রিমস এবং টোয়েন্টি ওয়ান গানস পরিবেশনা করে তারা দর্শকদের মুগ্ধ করে।

ফিলিস্তিনের শিশুদের যন্ত্রণার সঙ্গে সুর মিলিয়ে প্রতিবাদ জানিয়ে গ্রিন ডে বুঝিয়ে দিয়েছে, মানবতার পক্ষে দাঁড়াতে শুধু রাজনীতি নয়, সংস্কৃতিও হতে পারে শক্তিশালী কণ্ঠস্বর।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.