× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'ওষুধ খাইনি'

বিনোদন ডেস্ক।

১৭ এপ্রিল ২০২৫, ২১:১৬ পিএম । আপডেটঃ ১৭ এপ্রিল ২০২৫, ২১:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

তারকাদের চেহারা শারীরিক পরিবর্তন সবসময়ই জনসাধারণের নজরে থাকে। সামান্য ওজন বাড়া বা কমাও যেমন আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়, ঠিক তেমনই গত কয়েক মাস ধরে চোখে পড়ার মতো ওজন কমানোয় আলোচনায় রয়েছেন বলিউড পরিচালক করণ জোহর।

সম্প্রতি করণের ওজন কমা নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও, এবার নিজেই সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন তিনি। একই সঙ্গে আশ্বস্ত করেছেন অনুরাগীদেরতার শরীরের এই পরিবর্তনের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, কোনো ধরনের অসুস্থতা নয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আসন্ন ছবিকেশরি চ্যাপ্টর ’-এর প্রচারের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে আসেন করণ জোহর। অনন্যা পাণ্ডে অক্ষয় কুমার অভিনীত ছবিটি নিয়ে কথা বলার পাশাপাশি উত্তর দেন ভক্তদের নানা প্রশ্নেরও। সেখানেই উঠে আসে তার সাম্প্রতিক চেহারার প্রসঙ্গ।

জবাবে করণ বলেন, অনেক পরিশ্রম করেছি। যেমনটা কানাঘুষো চলছেআমি কোনও ওষুধ খাইনি। সম্পূর্ণ স্বাভাবিক উপায়েই ওজন কমিয়েছি।

তিনি আরও বলেন, আমি একদম ঠিক আছি। এর আগে কখনও নিজেকে এত হালকা আর খুশি মনে হয়নি। রোজ সকালে নতুন উদ্যমে দিন শুরু করি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.