প্রায় ১০ মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সেখানে বিভিন্ন স্টেজ শো ও পারফরম্যান্সে অংশগ্রহণের পাশাপাশি নিজের শারীরিক ফিটনেস নিয়েও কাজ করে যাচ্ছেন তিনি। ফলস্বরূপ, তার শারীরিক গড়নেও এসেছে দৃশ্যমান পরিবর্তন।
ফিট থাকতে নিজের লাইফস্টাইলে এনেছেন বড় পরিবর্তন—নিয়মিত জিম করছেন, পাশাপাশি খাবারের তালিকাতেও দিয়েছেন বিশেষ নজর। তার এই রূপান্তরের পেছনে বলিউড সুপারস্টার সালমান খানের প্রভাব অস্বীকার করেননি জায়েদ।
নায়ক জানান, সালমান খান তার ফিটনেস অনুপ্রেরণা। এমনকি তিনি দাবি করেন, অনেক ভক্ত নাকি তার দৈহিক গড়নের মধ্যেও সালমানের ছায়া খুঁজে পান।
শুধু অনুপ্রেরণাতেই নয়, সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা জিমের ছবিগুলোতেও স্পষ্টভাবে দেখা যায় সালমান খানের স্টাইলের অনুকরণ। সদ্য জিম থেকে একটি ছবি পোস্ট করেন জায়েদ, যার ভঙ্গি ও উপস্থাপন ভক্তদের চোখে পড়ে যায় সালমান খানের আগের একটি ফটোশুটের মতো।
-68020014981c4.jpg)
এ নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া—অনেকেই তার ফিটনেসের প্রশংসা করলেও, কেউ কেউ বলছেন, তিনি যেন হুবহু সালমান খানকে অনুকরণ করার চেষ্টা করছেন।
এক নেটিজেনের মন্তব্য, ‘সালমান খান ও আজ একই ছবি আপলোড দিলো, তার মানে দেখে কপি মারলেন?’ আরেকজন লিখেছেন, ‘বাংলার সালমান খানকে দেখতে পেলাম!’ কটাক্ষ ছুঁড়ে অন্য এক নেটিজেনের মন্তব্য করেন, ‘যেন গুলিস্তানের সালমান খান।’
উল্লেখ্য, ২০০৮ সালে 'ভালবাসা ভালবাসা' চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে জায়েদ খানের। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে: প্রতিশোধের আগুন, অন্তর জ্বালা, নগর মাস্তান, ভালোবাসা সীমাহীন, প্রেম করবো তোমার সাথে, এবং দাবাং।