× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোরআনে হাত দিয়ে রিয়ামনি সম্পর্কে হিরো আলমের চাঞ্চল্যকর তথ্য

বিনোদন ডেস্ক।

১৮ এপ্রিল ২০২৫, ২৩:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

গত মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টায় ঢাকার একটি সরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন হিরো আলমের পালক পিতা আবদুর রাজ্জাক। পিতার মৃত্যুর শোকের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী রিয়ামনির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন হিরো আলম। শুধু বয়কট নয়, তিনি তালাক দেওয়ার কথাও জানান।

এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, আমার বাবা যখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন রিয়ামনি পাশে ছিল না। বরং সে ফেসবুক ও একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়েছে। আমাকে মানসিক রোগী বলেও উল্লেখ করেছে।

তিনি আরও বলেন, আমি রিয়ামনির বিষয়ে কিছু বলতে চাইনি। কিন্তু তার মিথ্যা ও অপমানজনক মন্তব্য আমাকে চুপ থাকতে দেয়নি। আমার বাবার জানাজা নিয়ে যখন আমি ব্যস্ত, তখন রিয়ামনি কিংবা তার পরিবারের কেউ তাকে দেখতে পর্যন্ত আসেনি। তাদের শুধু হিরো আলম দরকার, কিন্তু তার পরিবার নয়। এমন স্ত্রী আমার প্রয়োজন নেই।

রিয়ামনির ফেসবুক পোস্টের প্রসঙ্গে হিরো আলম অভিযোগ করেন, সে দাবি করেছে, বাবার মৃত্যুর সময় সে পাশে ছিল। কিন্তু সত্যি হলো—যখন আমার বাবা আইসিইউতে, সে তখন অন্য এক ছেলের সঙ্গে নেচে-গেয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করেছে। তার ফেসবুক টাইমলাইনই প্রমাণ।

তিনি বলেন, বাবার মৃত্যুর দিনও সে গান-নাচের ভিডিও আপলোড করেছে। আর আমাকে মানসিক রোগী বলে মানুষকে বিভ্রান্ত করছে। আমি বহুবার তাকে ক্ষমা করেছি, কিন্তু আর নয়। ওর অভ্যাস হলো—আমার সঙ্গে কলহ হলেই অন্য পুরুষদের সঙ্গে ভিডিও তৈরি করে, গান গায়। সে মদ্যপান করে, বারে যায়; অথচ দাবি করে, বার কী জিনিস তাও চেনে না।

হিরো আলম অতীতের স্মৃতি টেনে বলেন, আমার প্রথম স্ত্রী সুমি আমাকে ছেড়ে অন্য পুরুষকে বিয়ে করে। সেই ঘটনার সাক্ষী গ্রামবাসী। এরপরই আমার পরিচয় হয় রিয়ামনির সঙ্গে—একটি বারে আমাদের প্রথম দেখা। মায়ামনি আর রিয়ামনি সেখানেই নাচ-গান করতেন। আমি চেয়েছিলাম, ওকে ভালো পথে ফিরিয়ে আনতে। তাই বিয়ে করেছিলাম। এসব কথা আমি পবিত্র কোরআনে হাত রেখে বলতে পারি।

তিনি দাবি করেন, তার জীবনে অন্য কোনো নারী নেই, কারও সঙ্গে সম্পর্কও নেই। রিয়ামনির বিরুদ্ধে তার কাছে সব প্রমাণ আছে এবং তিনি তা খুব শিগগিরই ফাঁস করবেন বলেও জানান।

সবশেষে হিরো আলম বলেন, রিয়ামনি প্রায়ই কোরআন ছুঁয়ে শপথ করে, কিন্তু তা রক্ষা করে না। যে কোরআনের শপথ ভঙ্গ করে, সে আমার বিরুদ্ধে মিথ্যাচার করতেই পারে। এমন মেয়েদের কারণেই আজ মা-বাবারা বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য হন। যদি সে আমার কোনো কথাকে ভুল প্রমাণ করতে পারে, তবে আমি প্রকাশ্যে জুতার মালা গলায় পরে ঘুরে বেড়াব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.