সাম্প্রতিক
দিনগুলোতে আবারও সংবাদের শিরোনামে চিত্রনায়িকা পরীমণি। বিশেষ করে সামাজিক মাধ্যমে দেওয়া তার দুটি পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। অনেকে ধারণা করছেন, তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে। যদিও সরাসরি কিছু না বললেও, পরীমণির
পোস্টে সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত খুঁজে পেয়েছেন অনেকেই।
এই
আলোচনার মাঝেই ঢাকার বাইরে, কক্সবাজারে অবস্থান করছেন পরীমণি। তিনি জানান, তার ম্যানেজার তুরানকে জন্মদিনে ‘সারপ্রাইজ’ দিতে হঠাৎ করেই ছুটে গেছেন সমুদ্রের শহরে। অভিনেত্রীর ভাষায়, আমার সহকর্মীরাই আমার পরিবার।
ধারণা
করা হচ্ছে, কক্সবাজারে বর্তমানে একমাত্র ছেলে পূণ্যকে নিয়েই সময় কাটাচ্ছেন পরীমণি। সেখানে থেকে গত রোববার (২০ এপ্রিল) সকালে তিনি
একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায়, সমুদ্রের পাড়ে কাটানো এক নির্মল সকালের
মুহূর্ত। ভিডিওতে ছেলে পূণ্যসহ সহকর্মীদের উপস্থিতি ছিল স্পষ্ট। পাশাপাশি সেখানে কাটানো আরও কিছু মুহূর্তও সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি।
এর
পরদিন, আজ (২১ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন নায়িকা। সবুজ টি-শার্টে সাদাসিধে
লুকে, ফিটিং আউটফিটে ক্যামেরার সামনে নানা ভঙ্গিমায় ধরা দিয়েছেন তিনি। ছবিগুলোর সঙ্গে সংক্ষিপ্ত ক্যাপশনে লিখেছেন—“সকাল সকাল।”
-680653e48c693.png)
ছবিগুলো
প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয় তুমুল আলোচনা।
পরীমণির এই মোহনীয় উপস্থিতি
যেমন অনুরাগীদের মুগ্ধ করে, তেমনি সমালোচকদের কাছ থেকেও আসে নানা ধরনের মন্তব্য। একদিকে ভক্তরা তার সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা
করেছেন, অন্যদিকে কেউ কেউ ব্যক্তিগত জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতেও ছাড়েননি।
সবমিলিয়ে,
পরীমণির এই ভিন্নরকম উপস্থাপন,
কক্সবাজারে কাটানো অবকাশ ও সোশ্যাল মিডিয়া
পোস্ট—সবই যেন আবারও তাকে এনে দিয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।