× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে লিওনার্দো ডি'ক্যাপ্রিওর স্মৃতিবিজড়িত পোস্ট

বিনোদন ডেস্ক।

২২ এপ্রিল ২০২৫, ১৯:৫২ পিএম । আপডেটঃ ২২ এপ্রিল ২০২৫, ১৯:৫৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিশ্বজুড়ে খ্যাতনামা পরিবেশকর্মী অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক শ্রদ্ধা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি পোপ ফ্রান্সিসকেপরিবেশ আন্দোলনের আলোকবর্তিকাএবংসময়ের অন্যতম অসাধারণ আধ্যাত্মিক নেতাহিসেবে অভিহিত করেন।

ডিক্যাপ্রিও লেখেন, পোপ ফ্রান্সিস ছিলেন একজন রূপান্তরকারী নেতাশুধুমাত্র ক্যাথলিক চার্চের জন্য নয়, বরং পরিবেশ সংরক্ষণ জলবায়ু আন্দোলনের ক্ষেত্রেও।

২০১৫ সালে পোপ ফ্রান্সিসের প্রকাশিত ঐতিহাসিক এনসাইক্লিক্যাল লোদাতো সিএর কথা স্মরণ করে ডিক্যাপ্রিও বলেন, এই শক্তিশালী দলিলটি আমাদের গ্রহের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দেওয়ার একটি আহ্বান ছিল। তিনি আমাদের মনে করিয়ে দিয়েছিলেন, আমরা সবাই একে অপরের সঙ্গে প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত।

ডিক্যাপ্রিও আরও উল্লেখ করেন, ২০১৫ সালের কপ২১ সম্মেলনের আগে পোপের এই আহ্বান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক ঐক্য গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যার ফলশ্রুতিতে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়।

তিনি স্মরণ করেন ২০১৬ সালে তার পরিবেশ বিষয়ক ডকুমেন্টারি বিফোর দ্য ফ্লাড-এর শুটিং চলাকালে পোপ ফ্রান্সিসের সঙ্গে সরাসরি সাক্ষাতের অভিজ্ঞতা। সেই মুহূর্তটি ছিল আলোকিত, গভীরভাবে প্রভাব বিস্তারকারী এবং চিন্তাজাগানিয়া, বলেন তিনি।

পোপের পরিবেশ ভাবনা শুধুমাত্র লোদাতো সিতেই সীমাবদ্ধ ছিল না। ২০২৩ সালে তিনি প্রকাশ করেন লোদাতে দেউম: অ্যাপোস্টলিক এক্সহর্টেশন অন দ্য ক্লাইমেট ক্রাইসিস, যেখানে তিনি আবারও তীব্র ভাষায় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে জরুরি পদক্ষেপের আহ্বান জানান। ডিক্যাপ্রিও এই দলিলের একটি উদ্ধৃতিও উল্লেখ করেন, আমরা প্রকৃতির অংশএর বাইরে কেউ নই। বরং আমরা এর মধ্যে থেকে এর সঙ্গে নিরবিচারে যুক্ত।

নিজের পোস্টের শেষদিকে ডিক্যাপ্রিও বলেন, পোপ ফ্রান্সিস ছিলেন আমাদের সময়ের এক অসাধারণ আধ্যাত্মিক নেতা। তার রেখে যাওয়া উত্তরাধিকার বিশ্বজুড়ে পরিবেশকর্মীদের প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তার আত্মা শান্তিতে থাকুক।

পোপ ফ্রান্সিস শুধু ক্যাথলিক বিশ্বের নেতা ছিলেন নাতার নেতৃত্ব অতিক্রম করেছে ধর্মের গণ্ডি, ছুঁয়ে গেছে মানবতা, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনার গভীরতম জায়গাগুলো। তার মৃত্যুতে বিশ্ব হারাল এক দূরদৃষ্টি সম্পন্ন নেতা, আর লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো নেতৃস্থানীয় কণ্ঠরা তাকে স্মরণ করে জানিয়ে দিলেন, পোপ ফ্রান্সিসের বার্তা কখনো মুছে যাবে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.