বর্তমান সময়ের একজন তরুণ ডিজাইনার মেসফির আয়াজ।পেশায় একজন কস্টিউম ডিজাইনার এন্ড ফ্যাশন স্টাইলিস্ট। ক্যামেরার পেছনে মানুষদের নিয়ে তেমন কথা হয় না, তবে যাদের জন্য একজন স্টার আর্টিস্ট কে দেখতে ভালো লাগে তারা হলেন কস্টিউম ডিজাইনার।
সিডি চয়েসের ব্যানারে সদ্য রিলিজ হওয়া নাটক হেলো গায়েজে মুশফিক ফারহানের কস্টিউম ডিজাইনার ছিলেন মেসফির আয়াজ। নাটকের চরিত্রের সাথে সুন্দর করে কস্টিউম করেছেন তাতে ফারহানকেও সুন্দর মানিয়েছে। অডিয়েন্সও ফারহানের লুক এবং কস্টিউম পছন্দ করেছে।

মেসফির বলেন হ্যালো গাইজ নাটকের কস্টিউম করার জন্য মাত্র দুই দিন সময় পেয়েছিলেন তিনি। আরো বলেন একটি চরিত্রকে ঠিকঠাক ভাবে ফুটিয়ে তোলার জন্য একজন কস্টিউম ডিজাইনারের ভূমিকা অনেক। বাংলাদেশ নাটক ইন্ডাস্ট্রিতে কস্টিউম ডিজাইনারদের ওভাবে অ্যাপয়েন্ট করা হয় না তবে এখন অনেক আর্টিস্ট নিজেদের কথা চিন্তা করে নিজেরাই কস্টিউম ডিজাইনার অপয়েন্ট করেন। মেসফির কৃতজ্ঞতা জানিয়েছেন মুশফিক ফারহান কে ফর দা অপরচুনিটি।
