ছোট
পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ সম্প্রতি
এক অপ্রত্যাশিত বিড়ম্বনার মুখোমুখি হয়েছেন। তার নাম ও ছবি ব্যবহার
করে একটি ডেটিং অ্যাপে খোলা হয়েছে ভুয়া প্রোফাইল, যা ইতোমধ্যে সামাজিক
মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনার
সূত্রপাত এক তরুণীর ফেসবুক
স্ট্যাটাস থেকে। বুশরা নামের ওই তরুণী জানান,
জনপ্রিয় ডেটিং অ্যাপ ‘বাম্বল’-এ পলাশের নামে
একটি ভেরিফায়েড প্রোফাইল দেখতে পান তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে পলাশকে জানালে, অভিনেতা নিশ্চিত করেন এটি সম্পূর্ণ ভুয়া। তিনি জানান, কখনোই কোনো ডেটিং অ্যাপ ব্যবহার করেননি।
-680e0f37d3926.png)
বাম্বলের
ভেরিফিকেশন প্রক্রিয়ায় ফেস আইডি মিলিয়ে প্রোফাইল যাচাই করা হয়—এমন পদ্ধতিতে
ভুয়া অ্যাকাউন্ট ভেরিফায়েড হওয়ায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।
ঘটনার
পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন জিয়াউল হক পলাশ। তিনি
লেখেন, প্লিজ সাবধান। এসব ফেক প্রোফাইল দিয়ে কেউ প্রতারিত হবেন না। আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের ডেটিং অ্যাপ ব্যবহার করি না।
তারকাদের
নাম-পরিচয় ও ছবি ব্যবহার
করে প্রতারণার ঘটনা নতুন নয়, তবে এই ধরনের ঘটনার
পুনরাবৃত্তি বারবারই তারকাদের পাশাপাশি ভক্তদেরও বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে।