কাশ্মিরের
প্যাহেলগাঁওয়ে স্থানীয় এক সশস্ত্র গোষ্ঠীর
হামলায় প্রাণ হারিয়েছেন বহু নিরীহ পর্যটক। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন
পর্যন্ত ২৬ জন নিহত
হয়েছেন। সারা ভারতজুড়ে এই বর্বর ঘটনার
বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকারাও।
এই
হামলার নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা
দিয়েছেন বলিউডের কিং শাহরুখ খান। তিনি লেখেন, প্যাহেলগাঁওয়ে যে অমানবিক ঘটনা
ঘটেছে, তা বর্ণনার বাইরে।
শোকপ্রকাশের ভাষা নেই। এই মুহূর্তে শুধু
বিধাতার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার
নেই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ন্যায়বিচার কামনা করছি।
তবে
হামলার পর ধর্মীয় মৌলবাদ
ও ইসলামের দিকে আঙুল তোলার প্রবণতা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এই প্রেক্ষাপটে শাহরুখ
খানের একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে তিনি ইসলাম ধর্মে ‘জিহাদ’ শব্দটির প্রকৃত অর্থ ব্যাখ্যা করেন।
ভিডিওতে
শাহরুখ বলেন, আমি মুসলিম। আমাদের ধর্মে ‘জিহাদ’ বলে একটি শব্দ রয়েছে, যেটার অনেকবার অপব্যবহার হয়েছে। কিন্তু এর প্রকৃত অর্থ
হলো—নিজের মনের ভেতরের খারাপ চিন্তা ও দুর্বলতার বিরুদ্ধে
সংগ্রাম করা। জিহাদ মানে এই নয় যে
মানুষ খুন করে বেড়ানো।
শাহরুখ
খান সবসময়ই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার পক্ষে কথা বলেছেন। তার সিনেমায় তিনি ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়েছেন, পাশাপাশি নিজের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা থেকে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন ধর্ম নির্বিশেষে।
নিজের
সন্তানদেরও কোনো ধর্মীয় পরিচয়ে বড় না করে
কেবল ‘ভারতীয়’ হিসেবে গড়ে তোলার কথা বহুবার বলেছেন এই সুপারস্টার।