জনপ্রিয়
সংগীতশিল্পী মিলা ইসলাম সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে
কথা বলেছেন। তিনি জানান, বহুদিন ধরে অপেক্ষা করছেন, তবে কেউ তার থেকে কখন বিয়ে হবে, এমন প্রশ্ন করেন না।
বিয়ে
প্রসঙ্গে তিনি বলেন, সমস্যা হচ্ছে, আমার জন্য ছেলে খুঁজে পাচ্ছি না। নিজে নিজে প্রেম করা অনেক কঠিন কাজ। বিয়ে হওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং একজন ভালো জীবনসঙ্গী হওয়া জরুরি, যিনি আমার বন্ধু হবেন, আমাকে বুঝবেন। আমি চাই, সে একজন গুড
লুকিং, হ্যান্ডসাম ও দায়িত্বশীল মানুষ
হোক। তার মধ্যে মায়া থাকতে হবে, বিশেষ করে পশু-পাখির প্রতি মায়া থাকতে হবে।
তিনি
আরও বলেন, আমাদের জেনারেশন পরিবর্তিত হয়েছে। আমাদের বাবা-মায়ের সময় তারা এক রকমের সংসার
গড়েছেন, কিন্তু এখনকার জেনারেশন ভিন্নভাবে সংসার করে।
মিলা
ইসলাম জানান, টাকা থাকলে তার সব কিছুই আছে,
তবে তিনি কোনো টাকাওয়ালা জামাই চান না।