যুক্তরাষ্ট্রের
লুইজিয়ানা রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় টিকটক শিশু তারকা ‘ওকে বেবি’ নামেই পরিচিত দুই বছর বয়সী প্রেস্টন অর্ডোন। গত বৃহস্পতিবার (২৪
এপ্রিল) সেন্ট ট্যামানি প্যারিশে ইন্টারস্টেট ১২ মহাসড়কে এই
দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার
(২৯ এপ্রিল) এনবিসি নিউজ এক প্রতিবেদনে বিষয়টি
নিশ্চিত করেছে।
রাজ্য
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় প্রেস্টনের মা-বাবাও গাড়িতে
ছিলেন এবং তারা দু’জনই গুরুতর
আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০১১ সালের একটি ফোর্ড এফ-১৫০ গাড়ি
রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যায়
প্রেস্টন।
পুলিশ
আরও জানায়, শিশুটিকে ঠিকভাবে শিশু সুরক্ষা আসনে বসানো হয়নি। তাদের মতে, সঠিকভাবে সিট বেল্ট ও শিশু আসন
ব্যবহার করলে দুর্ঘটনায় প্রাণহানির ঝুঁকি অনেক কমে যায়। এমন অনিচ্ছাকৃত অবহেলাই শিশুটির মৃত্যুর অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রেস্টন
‘ওকে বেবি’ নামে টিকটকে পরিচিত ছিলেন। ২০২৩ সালে তার প্রথম ভিডিও প্রকাশের পর দ্রুতই জনপ্রিয়
হয়ে ওঠেন। প্ল্যাটফর্মটিতে তার প্রায় পাঁচ লাখের বেশি অনুসারী ছিল। চ্যানেলটি পরিচালনা করতেন প্রেস্টনের মা-বাবা। ভিডিওগুলোতে
প্রেস্টনকে মিষ্টি ভঙ্গিতে কথা বলতে এবং কিউট প্রতিক্রিয়া জানাতে দেখা যেত, যা নেটিজেনদের হৃদয়
ছুঁয়ে যায়।