গান
ও অভিনয়ে সমানতালে ব্যস্ত সময় কাটাচ্ছেন হালের জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান। অন্যদিকে, গায়িকা জেফার রহমানও গানের পাশাপাশি এখন নিয়মিত অভিনয় করছেন। এবার প্রথমবারের মতো এই দুই তারকা
একসঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন অভিনয়ে। তাদের নিয়ে নির্মিত হতে যাচ্ছে একটি রোমান্টিক ঘরানার ওয়েব ফিল্ম, নাম ‘তুমি আমি শুধু'।
ওয়েব
ফিল্মটি নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। তিনি গণমাধ্যমকে জানান, এই প্রজেক্টটি দুই
বছর আগেই চূড়ান্ত করা হয়েছিল। তখন জেফার রহমান অভিনয়ে আসেননি। তার ভাষায়, চিন্তা ছিল এই প্রজেক্টের মধ্য
দিয়েই তাকে অভিনয়ে লঞ্চ করব। তবে সময় ও অন্যান্য প্রজেক্টের
কারণে এটি পিছিয়ে যায়। এদিকে জেফারও কয়েকটি প্রজেক্ট করে ফেলে। এরপর পরিকল্পনা করি, প্রীতম ও জেফারকে নিয়ে
নতুন একটি জুটি তৈরি করব।
ওয়েব
ফিল্মটির শুটিং শুরু হবে আগামী ৪ মে, রাজধানী
ঢাকায়। পাশাপাশি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনেও এর চিত্রায়ন করা
হবে। মুক্তির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আসন্ন কোরবানি ঈদ।
নির্মাতা
শিহাব শাহীন জানান, এই ফিল্মে দর্শক
একদম নতুন কিছু পাবে। গল্প, অভিনয়, আবহ—সবকিছুতেই থাকবে ভিন্নতা। কাস্টিংয়েও থাকছে কিছু চমক।
প্রসঙ্গত,
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ও প্রশংসিত ঈদ
সিনেমা ‘দাগি’ নির্মাণ করেও দেশ-বিদেশে প্রশংসা পেয়েছেন শিহাব শাহীন। এবার নতুন এই প্রজেক্টে দর্শকদের
জন্য কতটা নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে, সেটিই এখন দেখার বিষয়।