অভিনেত্রী ফারিয়া শাহরিনের শোবিজে যাত্রা শুরু অনেক আগে। দীর্ঘদিনের ক্যারিয়ারে তিনি কাজ করেছেন একাধিক নাটক ও বিজ্ঞাপনে। তবে দর্শকমহলে তার সবচেয়ে বড় পরিচিতি এসেছে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘অন্তরা’ চরিত্রের মাধ্যমে। বর্তমানে ‘ফারিয়া’ নামের চেয়ে ‘অন্তরা’ নামেই তাকে বেশি চেনে দর্শক।
‘ব্যাচেলর পয়েন্ট’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন পর্যন্ত এর চারটি সিজন ব্যাপক সাড়া ফেলেছে। শিগগিরই শুরু হচ্ছে পঞ্চম সিজনের শুটিং, আর সেখানেও থাকছেন ফারিয়া শাহরিন।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ার, কাজের অভিজ্ঞতা, শুটিং এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি। একইসঙ্গে কথা বলেন মিডিয়াপাড়ায় অভিনেত্রীদের আয়ের উৎস নিয়ে চলমান নানা বিতর্ক নিয়েও।
সাক্ষাৎকারে ফারিয়া বলেন, মিডিয়াতে থাকলে টাকা আয় করা যায়, এটা সত্যি। কিন্তু আমার কোনো বাংলো নেই, নিজের গাড়িও নেই। আমি সারাজীবন বাবার গাড়িতেই চলাফেরা করেছি। আমার মতো যারা কম কাজ করেছে বা সততার সঙ্গে কাজ করেছে, তাদের জন্য এত টাকা আয় করা কঠিন, যদি না কারও কোনো ‘সুগার ড্যাডি’ থাকে।
তিনি আরও বলেন, ‘আমার জীবনে এমন কারও অস্তিত্ব ছিল না, ভবিষ্যতেও থাকার সম্ভাবনা একশো ভাগ নেই। তাই আমি যা করি, নিজের সামর্থ্য দিয়েই করি।