‘কাল্কি ২৮৯৮
এডি’তে প্রভাসের সঙ্গে অভিনয়ের পর দীপিকা পাড়ুকোনকে নিয়ে পরিচালক
সন্দীপ রেড্ডি বাঙ্গার পরবর্তী ছবি ‘স্পিরিট’-এ জুটি বাঁধার কথা ছিল। কিন্তু সবকিছু
ঠিক থাকলেও শেষ মুহূর্তে দীপিকার অংশগ্রহণ আর হচ্ছে না—এমনটাই
দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।
খবরে বলা
হয়েছে, দীপিকার অতিরিক্ত পারিশ্রমিক এবং কাজের বিশেষ শর্তের কারণেই পরিচালক সন্দীপ
রেড্ডি বাঙ্গা তাকে ছবিটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্রের বরাতে
জানা যায়, দীপিকা ছবিটির জন্য প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেন, যা তার ক্যারিয়ারের
সর্বোচ্চ। শুধু তাই নয়, তিনি প্রতিদিন সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজ করবেন বলে জানান এবং ছবির
লাভের একটি উল্লেখযোগ্য অংশ দাবি করেন। এ ছাড়া দীপিকা তেলুগু ভাষায় সংলাপ বলতেও অস্বীকৃতি
জানান, যা পরিচালকের অসন্তোষের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
এই পরিস্থিতিতে
বিরক্ত হয়ে সন্দীপ রেড্ডি বাঙ্গা দীপিকাকে সিনেমাটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন
এবং বর্তমানে একজন নতুন অভিনেত্রী খুঁজছেন বলে জানা গেছে।
এর আগে গুঞ্জন
উঠেছিল, দীপিকার গর্ভাবস্থার কারণে ছবির শুটিং পিছিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে ২০২4 সালের
শেষ দিকে শুটিং শুরুর পরিকল্পনা ছিল। এমনকি সন্দীপ নতুন সময়সূচিও নির্ধারণ করেছিলেন।
কিন্তু শিডিউল চূড়ান্ত করার পরেও দীপিকা ছবিটি সাইন করতে অস্বীকৃতি জানান বলে দাবি
করা হয়েছে।
বর্তমানে
‘স্পিরিট’ প্রভাসের একটি বহুল প্রতীক্ষিত প্রজেক্ট। দীপিকার বাদ
পড়া নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও নির্মাতারা এখনো আনুষ্ঠানিক ঘোষণা
দেননি।