× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা

বিনোদন ডেস্ক।

০১ জুলাই ২০২৫, ১২:৫০ পিএম । আপডেটঃ ০১ জুলাই ২০২৫, ১২:৫১ পিএম

ছবি: সংগৃহীত

রাশমিকা মান্দান্না, দক্ষিণি সিনেমার গণ্ডি পেরিয়ে এখন তিনি বলিউডেও সমান জনপ্রিয়। কাজ করছেন একের পর এক বলিউডের সিনেমায়।

মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে তিনি পেয়েছেন বেশ সাফল্য। তবে এই অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন, তার বাবা-মা চাননি তিনি অভিনয়ে ক্যারিয়ার গড়ুন।

উই দ্য উইমেন’র সাথে কথা বলতে গিয়ে রাশমিকা জানান, তার বাবা চেয়েছিলেন তিনি যেন তার বাবার ব্যবসায় যোগদান করেন। এমনকি অভিনয়কে ক্যারিয়ার হিসেবে নেওয়ার পক্ষে ছিলেন না তার বাবা।

সাংবাদিকতা, মনোবিজ্ঞান এবং ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জনের পর, রাশমিকা ঠিক করেছিলেন তিনি অভিনয়ে ক্যারিয়ার গড়বেন।

তিনি জানান, তিনি যখন সাংবাদিকতা নিয়ে পড়তে চেয়েছিলেন তার বাবা সেটিতে সাদরে রাজী হয়েছিলেন। তবে তিনি আশা করেছিলেন যে, রাশমিকা পারিবারিক ব্যবসায় অবদান রাখবেন।

বাবা-মায়ের দৃষ্টিভঙ্গির কথা ব্যাখ্যা করতে গিয়ে এই অভিনেত্রী বলেন, ‘দক্ষিণ ভারতীয় পরিবারগুলিতে, অন্তত আগের দিনে, চলচ্চিত্র জগতে প্রবেশ করা ভুল বলে মনে হত। তারা বুঝতে পারতো না যে, এখানে কীভাবে কাজ হয়। অনেকসময় তারা ইন্ডাস্ট্রি নিয়ে সংশয়ে থাকতেন। বাবা-মা আমাকে অত্যন্ত ভালোবাসেন বলেই আমাকে নিয়ে সচেতন ছিলেন।

বাবা-মায়ের উদ্বেগ সত্ত্বেও, রাশমিকা নিজের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে অভিনয়ে পা রেখেছিলেন।

রাশমিকা বলেন, ‘আমার আগে, আমাদের পরিবারের কেউ কখনও সিনেমায় আসেনি। আমিই প্রথম ছিলাম এবং কিছু লোক সারাক্ষণ এ নিয়ে কথা বলতেই থাকতেন।

অনেকটা বিচারকের মতো। বলা প্রয়োজন, রাশমিকা অভিনীত, শেখর কাম্মুলা পরিচালিত ‘কুবেরা’ সিনেমাটি মুক্তি  পেয়েছে ২০ জুন। এখানে তার সহশিল্পী ধানুষ এবং নাগার্জুন। এছাড়াও সামনে আসছে তার আরও দুটি সিনেমা ‘থামা’ এবং ‘দ্য গার্লফ্রেন্ড’।

সূত্র: বলিউড হাঙ্গামা

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.