গিটারের ঝংকারে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস মাতালেন নগর বাউল জেমস। হাজারো ভক্তের ভালবাসায় সিক্ত হন এই রকস্টার। রোববার (২৯ জুন) বাংলাদেশ মেলার ওপেন কনসার্টের পর্দা নামে।
এমন সময় রঙিন আলোর ঝলকানিতে জানানো হয় দেশীয় ব্যান্ড সংগীতের কিংবদন্তি মাহফুজ আনাম জেমসের আগমনী বার্তা। মুহূর্তেই জেগে ওঠে হলিউড। দর্শকদের মধ্য থেকে ভেসে আসে 'লাভ ইউ গুরু' ধ্বনি।
শ্রোতার অন্তরে কখনও শান্তির পরশ, প্রেম ভালবাসা, কখনও চোখে অশ্রু ঝড়িয়ে জেমস গান বিভিন্ন দর্শক প্রিয় গান। নেচে-গেয়ে প্রিয় শিল্পীর সঙ্গে তাল মেলান শ্রোতারা। মধ্য রাত অবধি চলে এই উন্মাদনা।
বিকেল থেকেই পছন্দের শিল্পীর গান শুনতে বিভিন্ন এলাকার মানুষ জড়ো হন এই উৎসবে। বলা যায় দু'দিন ব্যাপী বাংলাদেশ মেলার শেষদিনটি ছিল উপমহাদেশের অন্যতম সেরা রকস্টার জেমসেরই।
লস অ্যাঞ্জেলেসের ভার্জিল মিডল স্কুল মাঠের বিশাল মুক্ত মঞ্চে বিনামূল্যে দর্শকদের মেলা উপভোগের সুযোগ দিয়ে ইতিহাস গড়েন আয়োজকরা।
দু'দিন ব্যাপি এ মেলার প্রথম দিন বাংলাদেশি ব্যান্ড মাইলস ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় উত্তরন শিল্পী গোষ্ঠী, মাইম ও অন্যান্য শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের।