× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভুয়া প্রচারে চটেছেন মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক।

০১ জুলাই ২০২৫, ২২:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি  ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্প দিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন তিনি। এবার এই নায়িকা তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে বেশ চটেছেন।

সম্প্রতি একটি ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও কন্টেন্ট প্রকাশ করা হয়েছে।

যেখানে ক্যাপশনে লিখা আছে, খদ্দেরের সঙ্গে কট খেয়েছেন মিষ্টি জান্নাত। আর এ প্রচারকে বিভ্রান্তিকর ও মিথ্যা দাবী করে চটেছেন এই নায়িকা।

এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, বেশ কয়েকদিন ধরেই দেখেছি কয়েকটি পেইজ থেকে আমার নামে মিথ্যা ভিডিও কন্টেন্ট প্রকাশ করা হচ্ছে। সবশেষ একটি পেইজে দেখলাম আমি নাকি বিদেশে খদ্দেরের সঙ্গে ধরা খেয়েছি।

এমন মিথ্যা সংবাদের পর থেকে আমাকে সবাই কল দিচ্ছে। নানাভাবে বিব্রত হচ্ছি আমি। যেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে সেটি ঢাকায় একটি অনুষ্ঠান শেষে আমি যখন আমার ম্যানেজারের সঙ্গে গাড়িতে উঠি তখন অনেকেই ছবি ও ভিডিও করছিল। আর সেই ভিডিও দিয়েই বাজে ক্যাপশন দিয়ে এমন কন্টেন্ট প্রকাশ করা হচ্ছে।

 তিনি আরো বলেন, ইতোমধ্যে পোস্টে কিছু পেইজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নামসহ আইন প্রয়োগকারী সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসকও। ঢাকায় এবং দুবাইয়ে তার ক্লিনিকের ব্যবসা রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.