× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিভোর্স প্রসঙ্গে যা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক।

০২ জুলাই ২০২৫, ১৩:২৪ পিএম

ছবি: সংগৃহীত

সম্প্রতি নিজের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে এনেছেন কলকাতার জনপ্রিয় মুখ সুস্মিতা রায়। স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে কি তবে আইনি পথেই বিচ্ছেদ হতে চলেছে সুস্মিতার? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তমহলে। যদিও সুস্মিতা বা সব্যসাচী কেউই সরাসরি বিচ্ছেদের কথা উল্লেখ করেননি, তবে তাদের যৌথ বিবৃতিতে বিষয়টি পরিষ্কার হয়ে উঠেছে।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিভোর্সের বিষয়ে সুস্মিতা বলেন, ‘এটা নিয়ে আসলে একদম আলোচনা করতে চাই না। সব্যসাচী এবং আমি দু’জনে মিলে যে পোস্ট করেছি, ওইটুকুই সকলকে বলতে চাই।’

তার কথায়, ‘আমি কারো দিকে আঙুল তোলা বা কোনো কাদা ছোড়াছুড়ি হোক চাই না। আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই।

কাউকে দোষারোপও করব না। এটা সম্মিলিত একটা সিদ্ধান্ত। দু’জন দু’জনের এই সিদ্ধান্তকে সম্মান জানাই।’

‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে শ্যামার বৌদির চরিত্রে অভিনয়ের মাধ্যমে সুস্মিতা দর্শকের মন জয় করেছিলেন। এরপর ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে তার অভিনয়ও সকলের নজর কেড়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.