× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমি ফাতিমার বাবা নই, বয়ফ্রেন্ডও নই : আমির খান

বিনোদন ডেস্ক।

০২ জুলাই ২০২৫, ১৭:২১ পিএম

চবি” সংগৃহীত

একসঙ্গে কাজ করতে গিয়ে বলিউড অভিনেত্রী ফাতিমা সানার সঙ্গে মেগাস্টার আমির খানের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে তাদেরকে নিয়ে নানা মুখরোচক খবর সংবাদের শিরোনামেও জায়গা করে নেয়। 

বিষয়টি নিয়ে কখনো মুখ না খুললেও সম্প্রতি ফাতিমা সানার সঙ্গে তার কাজের অভিজ্ঞতা ও সম্পর্ক নিয়ে কথা বলেছেন আমির খান। 

এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, ২০১৮ সালে ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় তার বিপরীতে অভিনয়ের জন্য নারী শিল্পী খুঁজে পেতে বেগ পেতে হয়েছিল নির্মাতাদের। 

যশ রাজ ফিল্মসের এই প্রকল্পে অভিনয়ের প্রস্তাব পেয়েও দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটসহ অনেক শীর্ষস্থানীয় অভিনেত্রী ফিরিয়ে দিয়েছিলেন।

শেষ পর্যন্ত প্রযোজক আদিত্য চোপড়া ও পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য সিনেমাটিতে ফাতিমা সানা শেখকে নেওয়ার সিদ্ধান্ত নেন। যা নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়।

কারণ এর আগে ‘দঙ্গল’ সিনেমায় আমির খান ও ফাতিমা সানা শেখ বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এর পরপরই ‘থাগস অব হিন্দুস্তান’-এ আমিরের বিপরীতে ফাতিমাকে কেমন মানাবে সেটা নিয়ে দ্বিধায় ছিলেন প্রয়োজক আদিত্য চোপড়া ও বিজয় আচার্য। 

সেই ঘটনা স্মরণ করে আমির খান বলেন, ‘এটা আদিত্য আর ভিক্টরের জন্য তখন আরেকটা ঝামেলা হয়ে দাঁড়িয়েছিল। কোনো অভিনেত্রীই সিনেমাটির জন্য রাজি হচ্ছিলেন না। দীপিকা, আলিয়া, শ্রদ্ধা—সবাই না বলে দিয়েছিলেন। পুরো ইন্ডাস্ট্রিতে সম্ভবত সবাইকে অফার করা হয়েছিল, কিন্তু ওই একটা চরিত্রে কাউকে নিশ্চিত করা যাচ্ছিল না।’

আমির বলেন, শেষ পর্যন্ত ভিক্টর ফাতিমাকে নেওয়ার সিদ্ধান্ত নেন। ভিক্টর আর আদিত্য বলেন, “ফাতিমার অডিশন ভালো হয়েছে, তাকেই নেওয়া যাক। তবে তোমার সঙ্গে ওর কোনো রোমান্সের দৃশ্য থাকবে না, কারণ সে তো তোমার মেয়ে ছিল (দঙ্গল সিনেমায়)। এবার যদি সে তোমার প্রেমিকা হয়, তাহলে দর্শক মেনে নেবে না”।

তবে বিষয়টি নিয়ে অভিনেতার ভিন্ন মত ছিল। আমিরের মতে, ‘আমি এসব বিশ্বাস করি না। কারণ ব্যক্তিজীবনে আমি তার বাবা নই, বয়ফ্রেন্ডও নই। আমরা তো কেবল একটা সিনেমা বানাচ্ছি, ব্যাস।’

এসময় অমিতাভ বচ্চন ও রাখির উদাহরণ টেনে আমির খান বলেন, ‘বচ্চন সাহেব তো রাখির সঙ্গে কখনো প্রেমিক, কখনো আবার ছেলে হয়েও অভিনয় করেছেন। ওয়াহিদা রেহমানজির সঙ্গেও একই ঘটনা ঘটেছে। এ রকম বহুবার হয়েছে। আমরা যদি বলি দর্শক মেনে নেবে না, তাহলে তাদের আমরা হেয় করছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.