× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টিভি পর্দায় আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫

বিনোদন ডেস্ক।

০২ জুলাই ২০২৫, ২১:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’। ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে ধারাবাহিকটির পঞ্চম কিস্তি। বরাবারে মতো এবারও মুক্তির পর দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত সিরিজটি।

প্রথম দিকেই শোনা গিয়েছিল, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর পাশাপাশি তা টিভি পর্দাতেও দেখা যাবে। এবার ভক্তদের সেই অপেক্ষাই ফুরাতে চলল। শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।

বুধবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, আগামী ১০ জুলাই থেকে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে দর্শকরা ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ উপভোগ করতে পারবেন। ১২০ পর্বের এ ধারাবাহিকের প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট করে।

এ ছাড়া প্রচারের দিন ভোর রাত ৩টা ৪০ মিনিটে প্রথম পুনঃপ্রচার এবং পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে নাটকটি দ্বিতীয়বার পুনঃপ্রচার করবে চ্যানেল আই।

প্রতিবারের মতো এবারও ব্যাচেলর পয়েন্ট-৫-এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, শিমুল শর্মা, লামিমা লাম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্যদিয়ে শেষ হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’। তারই ধারাবাহিকতায় এবার এল সিরিজটির পঞ্চম কিস্তি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.