× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীপিকা এবার হলিউড ওয়াক অব ফেমে

বিনোদন ডেস্ক।

০৩ জুলাই ২০২৫, ১৪:১৩ পিএম

ছবি: সংগৃহীত

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন এবার যুক্ত হলেন হলিউডের মর্যাদাপূর্ণ ‘ওয়াক অব ফেম’-এ। ২০২৬ সালের জন্য ঘোষিত ‘মোশন পিকচার’ বিভাগের নতুন তালিকায় জায়গা করে নিয়েছেন এই ভারতীয় অভিনেত্রী। হলিউড চেম্বার অব কমার্স আয়োজিত সরাসরি সম্প্রচারে এ ঘোষণা আসে, যেখানে দীপিকা একমাত্র ভারতীয় হিসেবে এই স্বীকৃতি পাচ্ছেন। খবর বলিউড হাঙ্গামার

এ তালিকায় দীপিকার পাশাপাশি রয়েছেন এমিলি ব্লান্ট, টিমোথি শ্যালামে, রামি মালেক, র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, ডেমি মুর, স্ট্যানলি টুচি ও মাইলি সাইরাসের মতো আন্তর্জাতিক তারকারা। অভিনয়ে নিজের সুনাম ও আন্তর্জাতিক পরিসরে প্রভাবের জন্য এই স্বীকৃতি দীপিকার ঝুলিতে যুক্ত করল আরও একটি গৌরব।

ভারতীয় সিনেমা ও হলিউড—দুই ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছেন দীপিকা পাড়ুকোন। অনেক আন্তর্জাতিক তারকা ওয়াক অব ফেমে জায়গা পেলেও ২০২৬ সালের ব্যাচে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন দীপিকা।

২০১৮ সালে টাইম ম্যাগাজিনের ‘বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তি’র তালিকায় ছিলেন তিনি। পেয়েছেন টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডও। কাতারে ফিফা বিশ্বকাপের ফাইনালে ট্রফি উন্মোচনের ঐতিহাসিক মুহূর্তেও ছিলেন দীপিকা।

গত বছরের সেপ্টেম্বরে প্রথম সন্তানের মা হয়েছেন দীপিকা। শিগগিরই মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে কাজে ফিরবেন তিনি। দীপিকাকে দেখা যাবে দক্ষিণি নির্মাতা অ্যাটলির নতুন সিনেমায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.