বাংলা চলচ্চিত্রে বর্তমান সময়ে বড় বাজেটের কাজের ক্ষেত্রে পরিচিত মুখদের মধ্যে অন্যতম নাম হয়ে উঠেছেন ফারহান খান রিও। 'Psycho' এবং সর্বশেষ প্যান-ইন্ডিয়ান ও গ্লোবালি মুক্তিপ্রাপ্ত ২০২৪ সালের ব্লকবাস্টার 'Dorod'-এর মতো সিনেমাগুলোতে তার উপস্থিতি না বললেই নয়।
মেগাস্টারের সঙ্গে কাজ এবং বড় বাজেটের ছবির ব্যস্ততা নিয়েই দিন কাটছে তার। তবে এর মাঝেও রিও স্পষ্টভাবে বলেন, “আমি আসলে ভালো চরিত্র এবং ভালো বাজেট নির্ভর কাজ দর্শকদের উপহার দিতে চাই।”
পারিশ্রমিক প্রসঙ্গে জানতে চাইলে সংবাদ সারাবেলাকে রিও জানান, “বড় বাজেট মানে তো শিল্পীর বাজেটটাও বড়। তবে সেটা অবশ্যই অন্যান্যের তুলনায় কিছুটা বেশি। কারণ আমি নিজের লুক সেট, কস্টিউম সব নিজে আলাদা করে তৈরি করতে ভালোবাসি। আমার দর্শকরা এটাকেই পছন্দ করেন। তাই পারিশ্রমিক একটু বেশি নিতেই হয়। কারণ কোয়ালিটির ব্যাপার।”
এই ব্যস্ততার মধ্যেই আরও একটি বড় বাজেটের প্রজেক্টে তার নাম শোনা যাচ্ছে। অনন্য মামুনের পরিচালনায় 'Sher' সিনেমায় কাজ করছেন ফারহান খান রিও। এই সিনেমার শুটিং হবে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র এবং আরও কয়েকটি দেশে। সিনেমায় রিওর চরিত্র নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
বাংলাদেশি সিনেমার আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান মজবুত করতে এমন কাজ বারবার প্রমাণ করে দিচ্ছে, বড় বাজেটের মানে ফারহান খান রিওর প্রয়োজনীয়তা অনস্বীকার্য।