× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাকিব খানের বিপরীতে থাকছেন না মধুমিতা

বিনোদন ডেস্ক।

০৩ জুলাই ২০২৫, ১৯:৪১ পিএম

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ এবার বাজিমাত করতে আসছেন বড় পর্দায়। আর তাঁর প্রথম সিনেমাতেই চমক! সেখানে অভিনয় করবেন ঢালিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত তারকা শাকিব খান। বিষয়টি অনেকটাই চূড়ান্ত বলে নিশ্চিত হয়েছে ইনডিপেনডেন্ট ডিজিটাল।

গল্পেও থাকছে টানটান উত্তেজনা। ঢাকার নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ডের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে এই সিনেমা। তবে এতে শাকিবের বিপরীতে কে থাকছেন?

বিষয়টি নিয়ে অনেক ধরনের রটনা রয়েছে। নাম আসছে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের।

আসলেই কি তিনি থাকছেন? শাকিব খানের এসকে ফিল্মস সূত্রে জানা যায়, চলচ্চিত্রটির নাম এখনও চূড়ান্ত হয়নি। নায়িকাও চূড়ান্ত নয়। তবে মধুমিতা নয়, এতে শাকিবের নায়িকা হচ্ছেন অন্য কেউ!

চলচ্চিত্রটির গল্প, ভাবনা ও নির্মাণে আবু হায়াত মাহমুদের সঙ্গে আছেন লেখক ও চিত্রনাট্যকার মেজবাউদ্দিন সুমন।

নব্বই দশকের ঢাকার এক ভয়ঙ্কর আলোচিত সন্ত্রাসীকে নিয়ে সিনেমার গল্প। এই চরিত্রকেন্দ্রিক নির্মিত হচ্ছে পুরো গল্প। থাকবে বাস্তব ঘটনার ছায়া, রুদ্ধশ্বাস অপরাধ জগত, ক্ষমতার লড়াই ও মানবিক টানাপোড়েন। পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.