× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীর্ঘদিন পর বাংলাদেশের গানে হৈমন্তী শুক্লা

বিনোদন ডেস্ক।

০৬ জুলাই ২০২৫, ১৪:১৭ পিএম

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর আবার বাংলাদেশের গীতিকার-সুরকারের গানে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা। ‘আমার বলার কিছু ছিল না’, ‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা’সহ অনেক কালজয়ী গানের শিল্পী হৈমন্তী। বাংলাদেশের চলচ্চিত্রেও গেয়েছেন তিনি। ফজল আহমেদ বেনাজীরের ‘প্রতিরোধ’ ছবিতে তাঁর গাওয়া ‘ডাকে পাখি খোলো আঁখি’ দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।

 কথা লিখেছিলেন নজরুল ইসলাম বাবু, সুর ও সংগীতে শেখ সাদী খান।

এবার ‘স্মৃতির পেয়ালা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন এ বর্ষীয়ান সংগীতশিল্পী। বাংলাদেশের নতুন গানটিতে তিনি কণ্ঠ দিয়েছেন ৪ এপ্রিল, কলকাতার একটি স্টুডিওতে। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর ও সংগীত করেছেন নাজির মাহমুদ।

গানটি রেকর্ড করার পর ভিডিও কলে কথা বলেন হৈমন্তী। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতি আমার অগাধ ভালোবাসা। চার বছর আগে শেষবার বাংলাদেশে গিয়েছিলাম। আরেকবার যেতে চাই।

এ গানটির কথা ও সুর আমাকে মুগ্ধ করেছে। এখন তো আর নিয়মিত গাইতে পারি না। তবে প্রযোজক পলাশ দেবনাথের পাঠানো গানটির ডেমো শুনেই ভালো লাগল। অনেক দিন এমন কথা ও সুর পাইনি। তাই পলাশকে বললাম রেকর্ড করে নিতে।

ভিডিওতেও আমি থাকব। এটি প্রকাশিত হবে এসপিডি মিউজিক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। গানটি শ্রোতাদের ভালো লাগবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.