জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি তার বাগান করার শখ রয়েছে। যা পূরণে তিনি এরই মধ্যে বাগানও করেছেন। এবার তার বাগানে ফল ধরেছে। যার ভিডিও ও ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
শেয়ার করা ছবিতে দেখা যায় পেঁপে গাছের সঙ্গে হাসি মুখে দাঁড়িয়ে আছেন জয়া। গাছে অনেকগুলো কাঁচা পেঁপে। যা দেখে আনন্দিত তিনি। এরপর একটি ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী। তাতে দেখা যায় জয়ার তার বাড়ির বাগান দিয়ে হাঁটছেন আর বলছেন, ‘এটি আঁশফল গাছ। আনন্দ লাগছে, আমাদের গাছে ফল ধরেছে।’
এর আগেও জয়া তার ছাদবাগানের ফল, ফুলের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
এদিকে ১৮ জুলাই মুক্তি পাবে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’। সিনেমায় প্রথমবারের মতো জয়াকে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমায় জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, চন্দন রায় স্যানাল প্রমুখ।