এক যুগেরও বেশি সময় অভিনয় থেকে দূরে সেলিনা জেটলি। সংসার, সন্তান সামলেছেন, তবে ভুলেননি মায়ানগরীকে। ১৪ বছরের বিরতি কাটিয়ে বলিউডে ফিরছেন ‘নো এন্ট্রি’ অভিনেত্রী। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘সিজন গ্রিটিংস’-এ।
ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন শিগগিরই বলিউডে ফিরছেন তিনি। তবে কার সিনেমা দিয়ে ফিরবেন সেসব নিয়ে কিছুই খোলাসা করেননি। শুধু জানিয়েছেন, এখন দেশের বাইরে বেড়াতে গিয়েছেন। দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।
এদিকে গতকাল শুক্রবার সোশ্যালে যমজ সন্তান ধারণের সময়ের একটি মুহূর্ত শেয়ার করেন সেলিনা। সেখানেই এক নেটাগরিক জানতে চান, সেলিনা কবে অভিনয়ে ফিরবেন? জবাবে অভিনেত্রী লেখেন, “খুব তাড়াতাড়ি”। মুহূর্তেই তার সেই পোস্ট ভাইরাল।