নোরা ফাতেহির নাম শুনলেই হাস্যোজ্জ্বল-লাস্যময়ী অবয়ব ভেসে ওঠে। সেই আবেদনময়ীকে কাঁদতে কাঁদতে বিমানবন্দরে দৌড়াতে দেখা গেল। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
গতকাল রোববার মুম্বাই বিমানবন্দরে দেখা যায় নোরা ফাতেহিকে। এ সময় অভিনেত্রীর পরনে ছিল কালো জ্যাকেট ও প্যান্ট। চোখে কালো রোদচশমা। গাড়ি থেকে নেমেই বিমানবন্দরে ছোটেন পর্দার দিলবার।
নোরাকে দেখে পাপারাজ্জিরা ভিড় করলে তাদের সরিয়ে দেন দেহরক্ষীরা। অভিনেত্রীও দ্রুত সরে পড়েন সেখান থেকে। তবে ক্যামেরায় ঠিকই ধরা চোখের জল। সানগ্লাসও আড়াল করতে পারেনি তা।
এদিকে নোরার চোখে জল দেখেই নেটিজেনদের প্রশ্ন, কী হয়েছে অভিনেত্রীর। অবশ্য সামাজিক মাধ্যমে চোখ রেখে কিছুটা আন্দাজ কজরা গেছে। কেননা বিমানবন্দরে ছোটার আগেই নিজের ইনস্টাগ্রামে নোরা লিখেছেন, ‘ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।’এতে স্পষ্ট কাছের কাউকে হারিয়েছেন তিনি। তবে কে মারা গেছে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি নোরা ফাতেহি।