এদেশের ‘প্রিয়তমা’ থেকে টলিউডের ‘খাদান’ চলচ্চিত্রে নিজের অবস্থান পাকা করে ফেলেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খান, দেব দুই বাংলার দুই সুপারস্টারের বিপরীতেই তিনি কাজ করেছেন, আর দু’দিকেই পেয়েছেন দর্শকের ভালোবাসা।
গত শীতের পর এ বছরের দুর্গাপূজায় আবার পর্দায় ফিরছে দেব-ইধিকা জুটি। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় কলকাতায় আসছে নতুন ছবি ‘রঘু ডাকাত’। সদ্য শেষ হয়েছে ছবির শুটিং। ছবির গানের কিছু অংশের দৃশ্যধারণ হয়েছে থাইল্যান্ডে, যেখানে দেব ও ইধিকা দু’জনেই উপস্থিত ছিলেন।
তবে নতুন ছবি নিয়ে প্রশ্ন করতেই ভারতীয় গণমাধ্যমে ইধিকা বলেন, ‘অবসরের মেজাজেই আছি। আপাতত কিছু বিজ্ঞাপন আর ফটোশুট করছি। কোনও নতুন ছবির বিষয়ে কারও সঙ্গে এখনও কথা হয়নি।’
বাংলাদেশে তাঁর অভিষেক হয়েছিল শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে, যা ছিল বক্স অফিস ব্লকবাস্টার। এরপর সেখানে আরও একটি ছবি করেন ‘বরবাদ’। এই দুই ছবির মাঝেই দেবের বিপরীতে তার আরেক সিনেমা ‘খাদান’ মুক্তি পায়, যা ব্যবসা করে তিন কোটিরও বেশি। ছবির গান ‘কিশোরী’ বেশ জনপ্রিয় হয়।
পশ্চিমবঙ্গের ছোট পর্দায় ইধিকার ক্যারিয়ার শুরু হয়েছিল ‘আরব্য রজনী’ দিয়ে। এরপর রাজ চক্রবর্তীর ‘কপালকুণ্ডলা’ ধারাবাহিকে অভিনয় করেন ‘মতিবিবি’র চরিত্রে। এছাড়াও ‘রিমলি’ এবং ‘পিলু’ ধারাবাহিকে নায়িকার ভূমিকায় দেখা গেছে তাঁকে।
তবে এখনই টেলিভিশনে ফেরার ইচ্ছা নেই ইধিকার। তার ভাষায়, ‘ছোট পর্দা আমাকে পরিচিতি দিয়েছে, সেটা অস্বীকার করি না। তবে এখন বড় পর্দায় আরও নিজেকে মেলে ধরতে চাই। স্বপ্ন দেখি, দুই বাংলার সব প্রথম সারির নায়কের সঙ্গে কাজ করব, আর প্রতিটি ছবিই হবে ব্লকবাস্টার।