× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টেইলর সুইফটকে টপকে এবার শীর্ষে অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক।

০৮ জুলাই ২০২৫, ১২:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের মুকুটে যুক্ত হলো নতুন পালক। স্পটিফাই মিউজিক অ্যাপে আন্তর্জাতিক পপ আইকনদের পেছনে ফেলে দিয়ে ইতিহাস গড়লেন এই তারকা।

স্পটিফাই এমন একটি মিউজিক অ্যাপ, যেখানে শ্রোতারা বাংলা থেকে হিন্দি, ইংরেজি থেকে আঞ্চলিক ভাষা, সব ধরনের সব ভাষার গান শুনতে পারেন অবলীলায়।

অ্যাপটিতে অরিজিৎ সিং-এর ফলোয়ার্স সংখ্যা ছুঁয়েছে ১৫১ মিলিয়ন।

তার পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকান সুপারস্টার টেইলর সুইফট, যার ভক্ত সংখ্যা ১৩৯.৬ মিলিয়ন। এরপর ১২১ মিলিয়ন ভক্ত নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন এড শিরান। 

১১৪ মিলিয়ন ও ১০৭.৩ মিলিয়ন ভক্ত নিয়ে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন বিলি আইলিশ এবং দ্য উইকেন্ড। এ ছাড়া সেরা দশের মধ্যে রয়েছেন জাস্টিন বিবার, আরিয়ানা গ্র্যান্ডে, এমিনেম, ব্যাড বান্নি এবং ড্রেক।

কিছুদিন আগেই ব্রিটিশ গায়ক এড শিরান এসেছিলেন ভারতে। বিখ্যাত মানুষদের সঙ্গে দেখা করার পাশাপাশি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিং-এর সঙ্গেও দেখা করেন এই ব্রিটিশ গায়ক। একসঙ্গে কাটান বেশ খানিকটা সময়, দেখেন সূর্যাস্ত, চড়েন স্কুটিতে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.