× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউটিউবে ফ্রিতে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫

বিনোদন ডেস্ক।

০৮ জুলাই ২০২৫, ১৮:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

কাজল আরেফিন অমি পরিচালিত সাড়া জাগানো সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ এবার ইউটিউবে আসছে। সপ্তাহের প্রতি বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে দেখা যাবে কাবিলা, পাশা, হাবু, শিমুলদের জীবনযাপনের গল্পে নির্মিত এ নাটক।

পরিচালনার পাশাপাশি অমি এবার প্রযোজনা করছেন। তার নিজের প্রডাকশন হাউস বুম ফিল্মসের ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে দেখা যাবে ব্যাচেলর পয়েন্টের সিজন ৫।

তিনি বলেন, ‘ওটিটি স্ট্যান্ডার্ডে বানানোর পরেও অনেকে সিরিয়ালটি চায় ইউটিউবে দেখতে। এসব দর্শকদের কথা মাথায় রেখে ইউটিউবে দেখার সুযোগ করে দিচ্ছি। শুধু প্রমোশনাল কনটেন্ট আপলোড দিয়ে বুম ফিল্মসে ছয় লাখ সাবক্রাইবার ছাড়িয়েছে।’ 

অমি বলেন, ‘এতে বোঝা যায় দর্শক ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ ইউটিউবে দেখার জন্য কী পরিমাণ আগ্রহী।

আমি কনফিডেন্ট, দর্শক ওটিটি স্ট্যান্ডার্ডের সিরিজ ইউটিউবে একেবারে প্রথম পর্ব থেকে উপভোগ করতে পারবেন। তারা যে স্ট্যান্ডার্ড প্রত্যাশা করে আছে, বেটার কিছু পাবে।’

ইউটিউবের আগে বঙ্গ অ্যাপে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর প্রথম আট পর্ব গত মাসেই মুক্তি পেয়েছে। অমি বলেন, ‘অ্যাপে রেকর্ড পরিমাণ দর্শকদের কাছে ইতোমধ্যে পৌঁছতে পেরেছি।

এবার সেকেন্ড রিলিজ হচ্ছে ইউটিউব। যারা আগেই অ্যাপে দেখেছেন তারা হয়তো না দেখতে পারেন। ইউটিউবের পর আবার টিভিতেও যাবে। সব মাধ্যমে দর্শক রয়েছেন। আমি চাই, বিভিন্ন প্ল্যাটফরম দিয়ে তাদের কাছে কাজটি পৌঁছাক।

এদিকে ১০ জুলাই থেকে সপ্তাহে দুই দিন বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে দর্শকরা প্রাণ ভরে সিরিজটি উপভোগ করতে পারবেন। ভোর রাত ৩টা ৪০ মিনিটে প্রথম পুনঃপ্রচার এবং প্রচারের পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে দ্বিতীয় পুনঃপ্রচার করবে চ্যানেল আই।

জানা গেছে, সিরিয়ালটির প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট করে। প্রতিবারের মতো এবারও ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫ এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, লামিয়া লাম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠুসহ অনেকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.