ছবি: সংগৃহীত
পাকিস্তানের করাচির ডিএইচএ ফেজ ৬ এলাকার ইত্তেহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাটে মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের মরদেহ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৮ জুলাই) এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, ওই মডেল গত সাত বছর ধরে একাই ওই অ্যাপার্টমেন্টে থাকতেন। তিনি ২০১৮ সালে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন, কিন্তু ২০২৪ সালে ভাড়া দেওয়া বন্ধ করে দেন বলে জানা গেছে।
ভাড়া না দেওয়ার কারণে বাড়িওয়ালা ক্যান্টনমেন্ট বোর্ড ক্লিফটনে (সিবিসি) একটি মামলা দায়ের করেন।
মঙ্গলবার আদালতের নিযুক্ত একজন বেলিফ মামলার আদেশ কার্যকর করতে এসে ফ্ল্যাটের ভেতরে তার গলিত মরদেহ দেখতে পান। উদ্ধারকারী দল পরে মরদেহটি জিন্নাহ হাসপাতালে নেন। এখানে মরদেহের ময়নাতদন্ত করা হবে।
(পাকিস্তানে বেলিফ বলতে বোঝায় আদালতের একজন সহকারী কর্মকর্তা, যার কাজ মূলত আদালতের নির্দেশ কার্যকর করা)।
সম্ভাব্য পরিচয়
এলাকার বাসিন্দারা কর্তৃপক্ষকে জানিয়েছেন, মরদেহটি হুমাইরা আসগরের। তিনি একজন মডেল ও অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে তিনি জনসম্মুখে কম আসতেন।
পাকিস্তান পুলিশের এসএসপি সাউথ বলেন, ডিএনএ পরীক্ষার পরই শনাক্তকরণ নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, এখনো পর্যন্ত কোনো নিকটাত্মীয় মরদেহের0 দাবি করেননি।
প্রাথমিক অনুসন্ধানে স্বাভাবিক মৃত্যুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা বলছেন, প্রাথমিক প্রমাণে কোনো অনিয়মের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। একে স্বাভাবিক মৃত্যুর সম্ভাব্য ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে ময়নাতদন্ত এবং ফরেনসিক বিশ্লেষণের পরেই সঠিক কারণ নিশ্চিত করা হবে।
এসএসপি জানান, ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়েছে এবং আরো তদন্ত চলছে।
মোবাইল ফোন উদ্ধার
পুলিশ কর্মকর্তারা জানান, ঘরে পাওয়া একটি মোবাইল ফোন হুমাইরা আসগর নামে নিবন্ধিত। প্রমাণ থেকে জানা যায়, ফ্ল্যাটটি অভিনেত্রী হুমাইরা আসগর ভাড়া করেছিলেন। অ্যাপার্টমেন্ট থেকে তার ছবি সম্বলিত একটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়েছে।
পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ তার নামে নিবন্ধিত মোবাইল সিমের সঙ্গে সংযুক্ত জাতীয় পরিচয়পত্রের রেকর্ড চেয়েছিল। পরে তারা নিশ্চিত করেছে, মরদেহটি অভিনেত্রী ও মডেল হুমাইরা আসগরের। পুলিশ অভিনেত্রীর পরিচয়পত্র উদ্ধার করেছে।
বাড়িওয়ালা-ভাড়াটে বিরোধ
তদন্তকারীরা জানিয়েছেন, বাড়িওয়ালা এবং ভাড়াটেদের মধ্যে বিরোধ ছিল। যার কারণে বাড়িওয়ালা উচ্ছেদের জন্য আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে, বাসা খালি করার জন্য একজন বেলিফকে পাঠানো হয়েছিল।
পুলিশ জানায়, বেলিফ যখন ফ্ল্যাটে প্রবেশ করেন, তখন তিনি ভেতরে নারীর মরদেহ দেখতে পান। তিনি ফ্ল্যাটটি পুনরায় সিল করে দিয়েছেন। বিষয়টি আদালতে ফেরত পাঠানো হয়েছে। বিচারকের আদেশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র : সামা টিভি
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh