ছবি: সংগৃহীত
১৯৯৯ সালে সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় শাকিব খানের। যদিও তার আগে ‘সবাই তো সুখী হতে চায়’ সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন। তরুণ নায়ক শাকিব খান এখন দেশের শীর্ষ চলচ্চিত্র অভিনেতা।
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা শাকিব খান। ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের মাধ্যমে বড়ভাবে বাঁক নেওয়া এই অভিনেতা পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রে রেকর্ড তৈরি ফেলছেন। কেননা শাকিব খান এই মুহূর্তে যে পারিশ্রমিক নিচ্ছেন তার ধারেকাছে এ দেশের কোনো অভিনেতার পারিশ্রমিক নেই। ‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে ৫০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে আলোচনায় এসেছিলেন অভিনেতা।
তবে শেষ দিকে ‘বরবাদ’ চলচ্চিত্রে শাকিব খানের পারিশ্রমিক ছিল গগণচুম্বী। যদিও বিষয়টি প্রকাশ্য ছিল না। এদিকে আসন্ন ঈদের চলচ্চিত্রে শাকিব খান তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এই কথার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা আবু হায়াত মাহমুদ।
তিনি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কথাটিকে ভিত্তিহীন ও গুজব হিসেবে উল্লেখ করছেন।
তবে শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে ভিন্ন কথা। সূত্রটি বলছে, শাকিব খান এই সিনেমার জন্য তিন কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এরই মধ্যে সাইনিং মানি হিসেবে নগদ নিয়েছেন দুই কোটি টাকা। বাকি টাকা ব্যাংক অ্যাকাউন্ট নগদেও শোধ হতে পারে।
তাহলে নির্মাতা কেন গুজব বলছেন? এর উত্তর হলো, কৌশলগত কারণেই পরিচালক এর উত্তর দিতে চাইছেন না।
অন্যদিকে শোনা যাচ্ছিল আগামী অক্টোবর থেকে মেহেদী হাসান পরিচালিত নতুন একটি সিনেমায় শাকিব খান চূড়ান্ত কথা দিয়েছিলেন। পরে পারিশ্রমিক বেশি হওয়ার কারণে সরে যাওয়ার পরিকল্পনা করেন প্রযোজক শাহরিন আক্তার, যিনি ‘বরবাদ’ সিনেমা প্রযোজনা করেছিলেন। তবে শাকিব খানের পারিশ্রমিকের কারণে সিনেমাটি হচ্ছে এমন কথা অস্বীকার করেন শাহরিন আক্তার।
শাকিব খান এত বেশি পারিশ্রমিক নিচ্ছেন কেন? সূত্রটি বলছে, যেহেতু শাকিব খানের চাহিদা তৈরি হয়েছে, সেহেতু তিনি পারিশ্রমিক দাবি করতেই পারেন। কেউ যদি মনে করেন তাকে নিয়ে সিনেমা করবেন না, তাহলে তিনি করবেন না।
তাহলে কি শাকিব খানের কাছে দুই ঈদের জন্য অনেকগুলো করে সিনেমার প্রস্তাব আসে? এমন প্রশ্নের উত্তরে সূত্রটি জানিয়েছে, এই অভিনেতার কাছে আসলেই অনেকগুলো সিনেমারই প্রস্তাব আসে এবং সিনেমাগুলো ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েই করা হয়।
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। নির্মাণ করতে যাচ্ছেন আবু হায়াত মাহমুদ। তিনি এক ভিডিও বার্তায় বলছেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা পরিচালকের কাছেই কাঙ্ক্ষিত থাকে যে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা করার। আমি মনে করি যে এখন পর্যন্ত আমি অবশ্যই অনেক বেশি লাকি। উনার মতো এত বড় শিল্পীর সঙ্গে আমি আমার প্রথম সিনেমা নিয়ে আসার পথচলা শুরু করেছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন কাজটি সুন্দর ভাবে করতে পারি।’
শাকিবের সর্বশেষ ছবিগুলো তাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’, ‘বরবাদ’ ও সর্বশেষ ‘তাণ্ডব’ একে একে এসব ছবিতে যেন নিজেকে ছাড়িয়ে গেছেন শাকিব।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh