ছবি: সংগৃহীত
দু’দশকের বেশি সময় ধরে বলিউডের বাদশার খেতাব উপভোগ করছেন শাহরুখ খান। শাহরুখের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। এমনকি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নাকি প্রেমের গুঞ্জন ছিল শাহরুখ খানের। সে সম্পর্কের গুঞ্জন শুধু ব্যক্তিজীবনে নয় ক্যারিয়ারেও নেতিবাচক প্রভাব ফেলে প্রিয়াঙ্কার। এরপরই বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমান অভিনেত্রী।
নিজের কাজ ও দক্ষতা দিয়ে হলিউডের মাটি শক্ত করার পর আবারও বলিউডে ডাক পান এ বিশ্ব সুন্দরী। এখন বলিউডের সিনেমাতেও অভিনয় করছেন নিয়মিত। তবে জীবনের এ চড়াই উতরাইয়ের সময় একবারও শাহরুখের মুখ দেখেননি প্রিয়াঙ্কা।
২০০৬ সালে ফারহান আখতার নির্মিত ‘ডন’ সিনেমায় অভিনয়ের পর মূলত এই জুটিকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়ায়। ‘ডন’ সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, ২০১১ সালে এটির দ্বিতীয় পর্ব বানান তিনি। তবে ‘ডন টু’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর আর কখনো একত্রে কাজ করেননি শাহরুখ-প্রিয়াঙ্কা।
এদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, এত দিন পর নাকি ডনের সিকুয়েল নির্মাণ করতে চলেছেন ফারহান আখতার। যদিও ডনের চরিত্র থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন শাহরুখ। কারণ হিসেবে জানিয়েছেন, এ চরিত্রে তার আর নতুন কিছু দেওয়ার নেই।
শাহরুখ সরে দাঁড়ানোর পর নতুন ডন হিসেবে রণবীর সিংকে চূড়ান্ত করেছেন নির্মাতা। আর রোমা চরিত্রে প্রথমে নেওয়া হয়েছিল কিয়ারা আদভানিকে। তবে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ারা। গুঞ্জন আছে, তার বদলে রণবীরের বিপরীতে নেওয়া হয়েছে কৃতি শ্যাননকে। ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হবে ডন থ্রির শুটিং। মুক্তি পাবে ওই বছরের ডিসেম্বরে।
এদিকে সম্প্রতি বলিউড হাঙ্গামা গণমাধ্যমকে জানিয়েছে, ডন হিসেবে না থাকলেও ডন থ্রিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। যদিও তাকে কোন ভূমিকায় দেখা যাবে তা খোলাসা করা হয়নি। ফারহান আখতার ইতোমধ্যে শাহরুখের সঙ্গে যোগাযোগ করেছেন। নির্মাতারা তার চরিত্রটিকে নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনা করেছেন। শাহরুখও নাকি এতে অভিনয়ের ব্যাপারে সম্মতি জানিয়েছেন।
এছাড়া ডন থ্রিতে প্রিয়াঙ্কা চোপড়ারও ফেরার খবর শোনা যাচ্ছে। ইন্ডিয়া টুডে জানিয়েছে, ডনের দুই পর্বে রোমা চরিত্রে অভিনয়ের পর তৃতীয় পর্বেও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে। যদি তা সত্যি হয়, তবে ১৫ বছর পর একসঙ্গে পাওয়া যাবে শাহরুখ-প্রিয়াঙ্কাকে।
প্রসঙ্গত, ভালোবেসে গৌরীকে বিয়ে করেন শাহরুখ। প্রিয়াঙ্কার কারণে সে সম্পর্ক নষ্ট হতে বসেছিল। এমনকি মান্নাত ছেড়ে এক কাপড়ে দিল্লিতে মায়ের বাড়িতে চলে যান গৌরী খান। তবে শাহরুখ কখনও চাননি স্বামী-স্ত্রী মধ্যে ফাটল ধরুক। গৌরীকে ফের মুম্বাইয়ে ফিরিয়ে আনেন অভিনেতা। তবে শাহরুখ পত্নীর শর্ত ছিল প্রিয়াঙ্কার সঙ্গে কোনো যোগাযোগ রাখাতে পারবে না। স্ত্রীর এই শর্তকে অক্ষরে-অক্ষরে পালন করেছিলেন শাহরুখ। সে বিতর্কের পর কেটে গেছে বহু বছর। এখন দুইজনেই পরিবার ও অভিনয় নিয়ে বেজায় ব্যস্ত হয়ে পড়েছেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh