চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। পরীক্ষার ফলাফল নিয়ে কম বেশি সবাই চিন্তিত থাকে। কেউ কেউ আবার ফল পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে।
তবে শিক্ষার্থীরা রেজাল্ট পেয়ে যেন হাল না ছেড়ে দেয় সেই উদ্দেশ্যেই ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়েছেন। যেখানে এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্টকে একটি কাগজের সঙ্গে তুলনা করেছেন।
জোভান পোস্টে লিখেছেন, রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা। এসএসসি ফল ইতোমধ্যে প্রকাশ হয়েছে। কমেন্ট বক্সে নেটিজেনরা এ অভিনেতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
সনিয়া আক্তার নামে এক নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, সহমত খুবই সুন্দর কথা বলছেন।
আরেকজনের মন্তব্য, এ রকম কত সার্টিফিকেট ঘরে পরে আছে কোনো কাজে আসেনি।
উল্লেখ্য, ২০১১ সালে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যায় ফারহান আহমেদ জোভানকে। আতিক জামানের ‘ইউনিভার্সিটি’ ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার পর্দায় দেখা যায় তাকে। তারপর ধারাবাহিকভাবে নাটকে অভিনয় করে গেছেন। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে।