× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রথমবারের মতো আসছে নেপালি সিনেমা, যাচ্ছে ‘ন ডরাই’

বিনোদন ডেস্ক।

১০ জুলাই ২০২৫, ২১:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

বছর দুই আগেই নেওয়া হয়েছিল সিদ্ধান্তটা। বেশ কিছু নিয়ম মেনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে উপমহাদেশীয় ভাষার সিনেমা মুক্তি পাবে। সেই পথ ধরেই প্রথমবারের মতো নেপালের সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

আগামী ১৮ জুলাই দেশের অন্যতম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের সব শাখায় মুক্তি পাবে নেপালের জনপ্রিয় সিনেমা ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’। 

সাউথ এশিয়ান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (সাফটা) চুক্তির আওতায় ছবিটি ঢাকায় আমদানি করছে শো মোশন লিমিটেড। সিনেমাটি পরিচালনা করেছেন দীপেন্দ্র গাউছান। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শ্রিষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন। ২ ঘণ্টা ৪০ মিনিটের এই নেপালি ভাষার সিনেমাটি ইতোমধ্যেই লোকজ সংস্কৃতি ও ভিন্ন সম্প্রদায়ের প্রেম দেখিয়ে প্রশংসা কুড়িয়েছে।  

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি যদি ভুল না করি, তবে এটিই প্রথম কোনও নেপালি চলচ্চিত্র, যা বাংলাদেশে মুক্তি পাচ্ছে।

এদিকে এই সিনেমাটির বিপরীতে বাংলাদেশ থেকে নেপালে রপ্তানি করা হচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত জনপ্রিয় চলচ্চিত্র ‘ন ডরাই’। শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত ছবিটি প্রযোজনা করেছিল স্টার সিনেপ্লেক্স। তবে ঠিক কবে ‘ন ডরাই’ নেপালে মুক্তি পাবে সেটি নিশ্চিত নয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৯ নভেম্বরে ‘ন ডরাই’ সিনেমাটি মুক্তি পায় বাংলাদেশে। এরপর ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৬টি বিভাগে পুরস্কৃত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.