× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নায়িকাদের চেয়েও বেশি ক্রিম থাকে শাকিবের ঘরে: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক।

১১ জুলাই ২০২৫, ০৯:৪২ এএম

ছবি: সংগৃহীত

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান বরাবরই তার স্টাইল আর ফিটনেস নিয়ে সচেতন। তবে সম্প্রতি তার ব্যক্তিগত প্রসাধনী ব্যবহারের মাত্রা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তার সাবেক স্ত্রী, ঢালিউড কুইন অপু বিশ্বাস। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে, অপুর এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, উপস্থাপিকা অপু বিশ্বাসের সঙ্গে একটি মজার গেমে অংশ নিচ্ছেন। খেলার একপর্যায়ে উপস্থাপিকা প্রশ্ন করেন, ‘কোন নায়কের বেডরুমে কী কী বেশি থাকে?’ প্রশ্নটি শেষ হওয়ার আগেই অপু চটজলদি উত্তর দেন, ‘শাকিব খান... ক্রিম!’

অপুর এমন অকপট উত্তরে উপস্থাপিকা নিজেও কিছুটা বিস্মিত হয়ে পাল্টা প্রশ্ন করেন, ‘এত ক্রিম কেন থাকে? সে কি অনেক ত্বক সচেতন?’

উত্তরে অপু অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘অনেক বেশি সচেতন সে। তার রুমে যে পরিমাণ ক্রিম থাকে, এই পরিমাণ কোনো নায়িকারও থাকে না।’ নায়িকার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

নেটিজেনরা শাকিব খানের প্রসাধনী সচেতনতা নিয়ে নানা মজাদার মন্তব্য করতে শুরু করেছেন। কেউ কেউ বলছেন, শাকিব হয়তো তার রূপচর্চায় নায়িকাদেরও হার মানিয়েছেন, আবার কেউ কেউ তার এই মাত্রার সচেতনতাকে সাধুবাদ জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে শাকিব খানের সঙ্গে তার ব্যক্তিগত জীবন ও কাজের সম্পর্ক নিয়ে অপু বিশ্বাস বরাবরই খোলামেলা। অতীতেও তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন মন্তব্য শিরোনাম হয়েছে। তবে এবার শাকিব খানের ব্যক্তিগত প্রসাধনী ব্যবহারের এই বিশেষ তথ্য প্রকাশ পাওয়ায় ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল সৃষ্টি হয়েছে। শাকিব খান এই মন্তব্যের প্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া দেখান কিনা, সেটাই এখন দেখার বিষয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.