× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রথম প্রেম ভুলতে পারেননি আনুশকা

বিনোদন ডেস্ক।

১১ জুলাই ২০২৫, ১০:২৮ এএম

ছবি: সংগৃহীত

দক্ষিণী রুপালি পর্দার রাজকন্যা আনুশকা শেঠি। যিনি ‘দেবসেনা’ নামেই কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে এবার আলোচনায় এলেন প্রথম প্রেমের স্মৃতিচারণে। কাজ বা সম্পর্কের গুঞ্জন থেকে বহুদিন দূরে থাকা এই অভিনেত্রী হঠাৎ শিরোনামে উঠে এলেন এক আবেগঘন স্বীকারোক্তিতে।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে আনুশকা বলেন, প্রথম প্রেম এতটা মূল্যবান যে ৩০০ বছর পরও তা আপনার সঙ্গে থাকবে। আমি তখন ষষ্ঠ শ্রেণিতে পড়ি, ছোট একটি ছেলে আমার কাছে এসে বলেছিল, ‘আমি তোমার জীবনের প্রেম।’

তিনি আরও বলেন, ‘আমার বয়স তখন এমন যে, আমি জানতাম না ‘আই লাভ ইউ’ এর অর্থ কী, আমি তার প্রস্তাব মেনে নিয়েছিলাম। সেই স্মৃতি আমার মনে চিরকালই সতেজ।'

বহুল আলোচিত ‘বাহুবলি’ সিনেমায় অমরেন্দ্র বাহুবলি ও দেবসেনা চরিত্র রূপায়ণ করেন অভিনেতা প্রভাস ও আনুশকা শেঠি। পর্দায় এ জুটির রসায়ন ভক্তদের মনে এতটাই দাগ কাটে যে, বাস্তব জীবনেও তাদের জুটি হিসেবে ভেবে নেন তারা। ‘বাহুবলি-টু’ মুক্তির পর প্রভাস ও আনুশকার প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন চাউর হতে থাকে। তা ছাড়া দুজনই এখনো অবিবাহিত। দুয়ে দুয়ে চার মিলিয়ে চলতে থাকে নানা জল্পনা-কল্পনা। যদিও পরে দুজনই এই গুঞ্জন অস্বীকার করেন

পরে এ বিষয়ে আনুশকা শেঠি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি প্রভাসকে ১৫ বছর ধরে চিনি। সে আমার এমন বন্ধু যাকে রাত ৩টা সময়ও ফোনকল করতে পারি।‘

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন এই সুন্দরী। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত তার মাত্র দুটো সিনেমা মুক্তি পেয়েছে। একটি মুক্তি পায় ২০২০ সালে, অন্যটি ২০২৩ সালে। বর্তমানে তার হাতে দুটো সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে তেলেগু ভাষার ‘ঘাটি’ সিনেমা খুব শিগগির মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা রাধা কৃষ্ণ জগরলামুদি ও সেশু কুমার। আনুশকার পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন রম্য কৃষ্ণান, জগপতি বাবুসহ অনেকেই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.