× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছোটবেলার স্বপ্ন পূরণ হলো নাবিলার

বিনোদন ডেস্ক।

১১ জুলাই ২০২৫, ১০:৪২ এএম

ছবি: সংগৃহীত

মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ‘আয়নাবাজি’ ও ‘আগস্ট ১৯৭৫’ ছবিতে অভিনয়ের প্রায় ৩ বছর পরে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাতে অভিনয় করে আবারও নেটিজেনদের মাঝে আলোচনায় এসেছেন।

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নাবিলা বেশ সরব রয়েছেন। বর্তমানে তিনি অবকাশ যাপনে রয়েছেন যুক্তরাজ্যে। ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন ছবি।

শেয়ার করা ছবিতে দেখা যায়, লন্ডনের টাওয়ার ব্রিজের পাশে চোখে রোদ চশমা দিয়ে ফটোশুট করেছেন। নাবিলা নেটিজেনদের জানান, তার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল লন্ডনের টাওয়ার ব্রিজের ওখানে যাবে এবার সেই স্বপ্নই সত্যি হলো।

স্বপ্ন পূরণের কথা উল্লেখ করে এ অভিনেত্রী লিখেছেন, ‘আমি ছোটবেলা থেকেই এই শহরটিতে যেতে চেয়েছিলাম। বহুবার চেষ্টাও করেছি, কিন্তু কোনো না কোনোভাবে প্রতিবারই কিছু একটা এসে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। মনে হয়, প্রতিটি জিনিসেরই নিজস্ব সময় আর গন্তব্য থাকে।’

উল্লেখ্য, একটি স্কুল ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়া জগতে পথ চলা শুরু করেন মাসুমা রহমান নাবিলা। উপস্থাপনা, মডেলিং, টিভি নাটকের পাশাপাশি তিনি তার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’ -তে অভিনয়ের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.