ছবি: সংগৃহীত
কিছুদিন আগেই পাকিস্তানের করাচির এক অ্যাপার্টমেন্টে পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। ছয় মাস আগে অভিনেত্রীর মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়েছিল। কিন্তু জানা গেছে, গত বছরের অক্টোবর মাস থেকেই সব ধরণের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হুমাইরা। তার ফোনকল থেকে শুরু করে সবকিছু যাচাই করে আপাতত এটাই জানা গেছে, ৯ মাস আগেই তার মৃত্যু হয়েছে।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই ধারণা করছেন পুলিশ।
অভিনেত্রীর মর্মান্তিক মৃত্যু অনেককে হতবাক করে দিয়েছে, বিশেষ করে প্রাথমিক তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্ট থেকে পাওয়া নতুন চাঞ্চল্যকর তথ্য।
অভিনেত্রী যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটের মালিক মাসিক ভাড়া না পাওয়ায় ফ্ল্যাটটি অবিলম্বে খালি করে দেওয়ার অনুরোধ করেছিলেন হুমাইরাকে। কিন্তু কোনও অনেক দিন কোনো প্রতিক্রিয়া না পেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।
এরপর আদালতের নির্দেশে পুলিশ গত মঙ্গলবার দুপুর ৩টা ১৫ মিনিট নাগাদ ওই ফ্ল্যাটে হাজির হয়। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ডাকাডাকির পর সাড়া না মেলায় দরজা ভাঙতে হয় পুলিশকে। ঘরে ঢুকে তারা হুমাইরার পচাগলা মরদেহ দেখতে পান।
এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হলে তা থেকে জানা যায়, প্রায় ন’মাস আগে নাকি মৃত্যু হয়েছে তাঁর। অভিনেত্রীর বাড়ির ভিতরে অন্দরের শুকনো নোংরা জলের পাইপ, পচে যাওয়া প্রায় ছ’মাস পুরনো খাবার মিলেছে।
এমনকি, এ-ও বলা হচ্ছে যে, অভিনেত্রী গত কয়েক মাসে বিদ্যুতের বিল মেটাতে পারেননি বলে বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয়েছিল। গত ছয়–সাত মাস ধরে সমাজমাধ্যমেও কিছু পোস্ট করেননি অভিনেত্রী।
ময়নাতদন্তের পর ডিআইজি সাউথ আসাদ রাজা বেশ কয়েকটি বিষয় শেয়ার করেন যা ইঙ্গিত দেয় যে, হুমাইরার মৃত্যু ২০২৪ সালের অক্টোবরের দিকে হয়েছিল।
করাচিতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রাজা বলেন, তার বাসায় রেফ্রিজারেটরে খাবার এবং পানীয়ের মেয়াদ শেষ হওয়ার তারিখ ২০২৪ সালের সেপ্টেম্বরের।
তিনি আরো বলেন, তার ফোনে শেষ ইনকামিং এবং আউটগোয়িং কলও ২০২৪ সালের অক্টোবরের। তার ফোনের উভয় সিমই তখন থেকে নিষ্ক্রিয় রয়েছে। এছাড়াও বিল পরিশোধ না করার কারণে ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ প্রায় একই সময়ে বিচ্ছিন্ন করা হয়েছিল।
তার শেষ ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে ডিআইজি রাজা বলেন, হুমাইরার ফোনে শেষ টেক্সট মেসেজটি ছিল একটি অনলাইন রাইড-হেলিং পরিষেবা থেকে, এবং তারপর থেকে আর কোনও ডিজিটাল যোগাযোগ হয়নি। তার হোয়াটসঅ্যাপে ‘লাস্ট সিন’ ছিল ৭ অক্টোবর, যখন স্টাইলিস্ট দানিশ মাকসুদ ২০ অক্টোবর তাকে যে বার্তাটি পাঠিয়েছিলেন সেটি এখনও পড়া হয়নি তার।
এই ক্ষুদ্র ডিজিটাল ট্রেসগুলিই পুলিশকে তার শেষ মুহূর্তগুলির একটি মোটামুটি সময়রেখা একত্রিত করতে সাহায্য করেছিল।
ময়নাতদন্ত এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন প্রাথমিক ময়নাতদন্তকারী পুলিশ সার্জন ডাঃ সুমাইয়া সৈয়দ। তিনি বলেছেন যে, দেহটি এতটাই পচনশীল অবস্থায় ছিল যে তার মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। আমরা ডিএনএ এবং রাসায়নিক নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষাগুলো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অনুমান করা ঠিক হবে না।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh