× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিটফোর্ডের ঘটনায় মডেল ও লিখিকা সিফাত নুসরাতের ক্ষোভ

বিনোদন ডেস্ক।

১২ জুলাই ২০২৫, ১৮:৪৮ পিএম । আপডেটঃ ১২ জুলাই ২০২৫, ১৮:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছে সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে। গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।

ঘটনার দুই দিন পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ঘটনার সিসিটিভি ফুটেজ। এতে দেখা যায় একদল দুর্বৃত্ত সোহাগকে রাস্তায় ফেলে মাথায় ও বুকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে। এমনকি মৃত্যুর পর তার মরদেহের ওপর লাফিয়ে উল্লাস করতে দেখা যায় হামলাকারীদের।

ইতোমধ্যে প্রতিবাদ জানিয়েছেন অনেক তারকাও মডেল। মডেল ও লিখিকা জগতের তরুণ মুখ সিফাত নুসরাতের কণ্ঠেও ফুটে উঠল তীব্র নিন্দা ও প্রতিবাদ।

মডেল ও লিখিকা সিফাত নুসরাত সংবাদ সরাবেলাকে বলেন¬ মিটফোর্ড এলাকার সাম্প্রতিক ঘটনার ভিডিওটি দেখে আমি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। একজন মানুষকে প্রকাশ্যে যেভাবে হেনস্তা করে হত্যা করা হয়েছে, তা শুধু অমানবিকই নয়, আমাদের সমাজের মূল্যবোধ ও নারীর নিরাপত্তা সম্পর্কে বড় প্রশ্ন তোলে। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এই দেশ কি আমাদের জন্য নিরাপদ?

মডেল ও লিখিকা সিফাত নুসারাত আরও বলেন নাগরিক হিসেবে আমি বলতে চাই এই বর্বরতার জবাব দিতে হবে। দোষীদের দ্রুত বিচার করতে হবে। শুধু ভিডিও ভাইরাল করলেই হবে না, আমাদের সমাজকে এমন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

আজকেরে এই ঘটনা যদি আগামীতে আমার বা আপনার জায়গায় হয়, তখন কী করবেন? আমরা আর কত চুপ থাকব?

আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাই তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন। এবং আমাদের সমাজকে মানবিক, নিরাপদ ও সম্মানজনক করার জন্য প্রতিটি মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান এই মডেল ও লিখিকা সিফাত নুসরাত।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.