× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পরকীয়া সন্দেহে স্বামীর ছুরিকাঘাতে আহত অভিনেত্রী

বিনোদন ডেস্ক।

১৩ জুলাই ২০২৫, ১২:০৮ পিএম

ছবি: সংগৃহীত

পরকীয়া সন্দেহে স্বামীর হাতে ছুরিকাঘাতে গুরুতর আহত হলেন দক্ষিণের অভিনেত্রী মঞ্জুলা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। অভিযোগ রয়েছে, কন্নড় টেলিভিশনের অভিনেত্রী তথা সঞ্চালিকা মঞ্জুলা শ্রুতিকে ছুরিকাঘাত করেন তার স্বামী অমরেশ। গত ৪ জুলাই হনুমন্তনগর এলাকায় মঞ্জুলা এ হামলার শিকার হন।

এক সপ্তাহ পর প্রকাশ্যে এসেছে ঘটনাটি। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মঞ্জুলার স্বামী সন্দেহ করতেন যে তার স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন।

‘অমৃতধারা’ ধারাবাহিকে অভিনয় করে বিখ্যাত ও জনপ্রিয় অভিনেত্রী মঞ্জুলা। প্রেমে পড়ে ২০ বছর আগে বিয়ে করেন শ্রুতি এবং অমরেশ।

দুই সন্তানকে নিয়ে তাঁরা হনুমন্তনগরে ভাড়া বাড়িতে থাকেন। জানা গেছে, তাদের সম্পর্ক এবং দাম্পত্য তিক্ততায় ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল। তিন মাস আগে তাঁর স্বামীর থেকে আলাদা হয়ে নিজের ভাইয়ের সঙ্গে থাকছিলেন শ্রুতি। টাকা আত্মসাতের অভিযোগ এনে এর আগেও হনুমন্তনগর থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শ্রুতি।

তবে কয়েক বছরের তিক্ততা মিটমাট করে বৃহস্পতিবার এই দম্পতি আবার একসঙ্গে থাকতে শুরু করে। পরের দিনই সন্তানরা কলেজে চলে যাওয়ার পর স্ত্রীর ওপর অমরেশ হামলা চালান বলে অভিযোগ রয়েছে। তিনি প্রথমে গোলমরিচ ছুড়ে দেন স্ত্রীর চোখ লক্ষ্য করে। তার পর পাঁজর, থাই, ঘাড়সহ শরীরের একাধিক অঙ্গে আঘাত করেন ছুরি দিয়ে। শ্রুতির মাথা দেয়ালে ঠুকে দেন তাঁর স্বামী।

বর্তমানে ভিক্টোরিয়া হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় অভিনেত্রী শ্রুতির চিকিৎসা চলছে। স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে অমরেশের বিরুদ্ধে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.