ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দীর্ঘদিন প্রেমের পরে নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন।
এবার স্বামী আদনান আল রাজীবের নামে প্যারিসের এক ঐতিহাসিক সেতুতে ভালোবাসার তালা লাগালেন অভিনেত্রী। এরপর সেই তালার চাবি ছুঁড়ে ফেললেন নদীতে, যাতে কোনো দিন এই সম্পর্ক ভাঙনের দিকে না যায়।
সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে ভালোবাসার এই মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মেহজাবীন। ছবিতে দেখা যায়, ফ্রান্সের ‘পঁ দে আর্টস’ সেতুর রেলিংয়ে নাম লেখা তালা লাগিয়ে দিয়েছেন তিনি, আর ক্যাপশনে লিখেছেন শুধু ‘লক’।
এই সেতুর নিচে বয়ে চলেছে সাইন নদী। যুগলরা ভালোবাসার প্রতীক হিসেবে এখানে তালা লাগিয়ে তার চাবি ফেলে দেন নদীতে। সেই ঐতিহ্য মেনেই মেহজাবীন-আদনান দম্পতিও তাদের ভালোবাসাকে তালাবন্দি করলেন চিরতরে।
তবে ঠিক কখন তালা লাগিয়েছেন, তা স্পষ্টভাবে জানা যায়নি। কারণ সম্প্রতি মেহজাবীন ইউরোপ সফরের ছবি পোস্ট করছেন নিয়মিত। কোনোদিন ইতালির মিলান, তো আরেকদিন সুইজারল্যান্ডে ঘোরার ছবি প্রকাশ করছেন। এর কিছুদিন আগেই কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন তিনি। ফলে প্রেম তালার ঘটনাটি ঠিক সেই সময়ের কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে নিজেদের সম্পর্ক নিয়ে মেহজাবীন লিখেছিলেন- ‘৯ এপ্রিল ২০১২-এ মিষ্টি হাসির এক ছেলের সঙ্গে আমার প্রথম দেখা। সেদিনের ১৫ মিনিটের কথা, হাত মেলানো, আর চোখের চাহনি থেকেই একটা সম্পর্কের শুরু। ১৩ বছরের এই পথচলায় একে অন্যের সাফল্য, ব্যর্থতা, আনন্দ ও কষ্ট সবকিছুরই সাক্ষী হয়েছি আমরা।’
তিনি আরও লেখেন, ‘শোনা যায়, সাত বছরের বন্ধুত্ব সারাজীবনের হয়। আমরা তো তার দ্বিগুণ সময় একসঙ্গে কাটিয়েছি।’