ঢাকার কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনচিত্র এবার ধরা পড়ছে বড় পর্দায়। আর এই আলোড়ন তোলা বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন ঢালিউডের একমাত্র সুপারস্টার শাকিব খান। আশির দশকের শেষ ও নব্বইয়ের দশকের শুরুর দিকে রাজধানীর অপরাধ জগতে ত্রাস হয়ে ওঠা কালো ইতিহাসের এই চরিত্র এবার রূপ নিচ্ছে চলচ্চিত্রে, যেখানে গল্পের কেন্দ্রে থাকবেন অপরাধ, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা আর পতনের নির্মম বাস্তবতা।
তবে সিনেমাটিকে ঘিরে সবচেয়ে বড় চমক শাকিব খানের বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়া! এই গুঞ্জনেই ইতোমধ্যে উত্তাল বাংলাদেশের বিনোদন জগৎ। বলিউডের আন্তর্জাতিকমানের এই অভিনেত্রী যদি সত্যি যুক্ত হন, তবে ঢালিউডের ইতিহাসে এটি হবে এক যুগান্তকারী অধ্যায়।
সিনেমাটি পরিচালনায় থাকছেন আবু হায়াত মাহমুদ। চিত্রনাট্য লিখছেন মেজবাউদ্দিন সুমন, যিনি এর আগেও বাস্তব জীবনের গল্পকে সিনেমার পর্দায় তুলে ধরার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন। জানা গেছে, ২০২৬ সালের ঈদুল ফিতরকে লক্ষ্য রেখে বড় পরিসরে মুক্তির পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শাকিব খানের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ। এমনকি পারিশ্রমিক নিয়েও প্রায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেছেন প্রযোজক ও অভিনেতা-যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি।
চলচ্চিত্রটি প্রযোজনায় আছেন ঢালিউডে নবাগত এক নারী প্রযোজক। প্রথম প্রযোজনাতেই এমন সাহসী বিষয়বস্তু ও তারকা নির্বাচনের কারণে তিনি ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছেন।
নায়িকা হিসেবে প্রিয়াঙ্কা চোপড়ার নাম ঘুরে বেড়ালেও বিষয়টি এখনো গুঞ্জনের স্তরে রয়ে গেছে। তবে শাকিব খানের জনপ্রিয়তা, আন্তর্জাতিকভাবে ঢালিউডের প্রসার, আর বড় বাজেটের এই প্রকল্পের পরিসর-সব মিলিয়ে প্রিয়াঙ্কার উপস্থিতি একেবারে অসম্ভবও মনে করছেন না অনেকে।
ঢাকার আন্ডারওয়ার্ল্ড ইতিহাস, চলচ্চিত্রের কল্পনার জগত আর দুই দেশের তারকার সম্মিলন-সব মিলিয়ে এই সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বাস্তব চরিত্র নিয়ে নির্মিত এই গল্প কি শুধুই বিনোদন দেবে, না কি অতীতের অন্ধকারও চোখে আঙুল দিয়ে দেখাবে তা সময়ই বলে দেবে।