× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিয়ের আগে মায়ের দেওয়া পরামর্শ আজও মনে আছে: অভিনেত্রী সোহা

বিনোদন ডেস্ক।

১৩ জুলাই ২০২৫, ২১:৪০ পিএম । আপডেটঃ ১৪ জুলাই ২০২৫, ১১:৫৭ এএম

ছবি: সংগৃহীত

১০ বছরের দাম্পত্য জীবন পার করে ফেলেছেন বলিউড তারকা সোহা আলি খান ও কুনাল খেমু। ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঘরোয়া আয়োজনে, ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন এই তারকা জুটি। বিয়ের আগে মা শর্মিলা ঠাকুরের কাছ থেকে পেয়েছিলেন একটি মূল্যবান পরামর্শ, যা আজও মনে রেখেছেন সোহা।

সোহা জানান, বিয়ের আগে মা তাকে বলেন, “পুরুষ মানুষের অহংবোধ থাকে, সেটা স্ত্রীর বুঝে চলা উচিত। আবার পুরুষদেরও নারীর আবেগকে গুরুত্ব দিতে হবে।”

শুধু পরামর্শই নয়, এ কথার পেছনে ছিল এক গভীর জীবনদর্শন। শর্মিলা ঠাকুর চেয়েছিলেন মেয়ে যেন সম্পর্কে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার গুরুত্ব বোঝে। সোহা মনে করেন, মায়ের দেওয়া এ কথাগুলোই তাদের সংসারকে করেছে আরও মজবুত ও ভারসাম্যপূর্ণ।

বন্ধু নেহা ধুপিয়ার বিয়ের সময়ও সোহা এই একই পরামর্শ দেন তাকে। অর্থাৎ, এটি যেন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলতে থাকা সম্পর্কের পাঠ।

উল্লেখ্য, শর্মিলা ঠাকুর নিজেও জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে বিয়ে করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলি খান পতৌদিকে। সে সময় টিনসেল টাউনে আলোচনা উঠেছিল- খ্যাতিমান নায়িকা নিজের ক্যারিয়ার বিসর্জন দিলেন কি না! কিন্তু শর্মিলা প্রমাণ করেছিলেন, বিয়ে মানেই সবকিছুর ইতি নয়। বরং, ক্যারিয়ার ও সম্পর্ক দুটোই সামলানো যায় সমান দক্ষতায়।

আজ সোহা ও কুনাল তাদের ১০ বছরের দাম্পত্য জীবন উদযাপন করছেন। আর সে সম্পর্কের মূলে রয়েছে এক মায়ের বাস্তবভিত্তিক ও সংবেদনশীল পরামর্শ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.